বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকালে সাংবাদিক তোফাজ্জল হোসেন নাগরিক স্বরণ পরিষদ’র আয়োজনে ওই সভার আয়োজন করা হয়। এ সময় প্রয়াত সাংবাদিক মো. তোফাজ্জল হোসেন’র স্মরণে দোয়া ও আলোচনা করা হয়। সভায় উপস্থিত বক্তা ও প্রয়াত সাংবাদিক তোফাজ্জল হোসেন’র সহ কর্মীরা তার সাথে কাটানো স্মৃতিময় সময় স্বরণ করেন।
সাংবাদিক তোফাজ্জল হোসেন নাগরিক স্বরণ পরিষদ’র আহ্বায়ক ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমদ’র সভাপতিত্বে ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এ্যাড, আবু আল ইউসুফ খান টিপু ‘র সঞ্চালনায় , আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি এ্যাড. মাহবুবুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক (ভারপ্রাপ্ত) রবিউল ইসলাম রবি, সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাসুকুল ইসলাম রাজিব, , বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগর আমীর মুহাম্মদ আব্দুল জব্বার, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. জাকির হোসেন, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, বর্তমান সাধারণ সম্পাদক আহসান সাদিক শাওন, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. সরকার হুমায়ূন কবির, সাধারণ সম্পাদক এ্যাড. এইচ এম আনোয়ার প্রধান, নারায়ণগঞ্জ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি হাজী হাবিবুর রহমান শ্যামল, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিপন সরকার শিখন, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা ছাত্র ফেডারেশন এর নেত্রী ফারহানা মানিক মুনা, গণসংহতি আন্দোলনের জেলার সভাপতি তরিকুল ইসলাম সুজন, সাংবাদিক শরিফ উদ্দিন সবুজ, আমরা নারায়ণগঞ্জ বাসীর সভাপতি নুর উদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দীন মন্টু, মডেল গ্রুপের কর্মকর্তা মোঃ মনির হোসেন সহ প্রমূখ ।
ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, আমরা আজ এমন একজন মানুষের স্বরণসভায় দাঁড়িয়েছি। যে ব্যাক্তি একজন বিপ্লবী ছিলেন। স্বৈরাচারী আমলে উনি একাই বিপ্লব করেছেন, উনি একজন অক্ষতময় সৈনিক ছিলেন। কোন রিপোর্ট করতে গেলে উনাকে কে কি বললে এগুলোর তোয়াক্কা না করে, ওনার সর্বোচ্চটা দিয়েছেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগর আমীর মুহাম্মদ আব্দুল জব্বার বলেন, তোফাজ্জল ভাইয়ের স্বরণ সভায় সবাই পজেটিভ কথা বলেছে। কিন্তু নেগেটিভ কেউ বলে নাই। কিন্তু তোফাজ্জল ভাইয়ের ক্ষেত্রে কোন নেগেটিভ প্রযজ্য ছিলো না। ৫ আগস্টে পর আমরা বলেছিলাম সাংবাদিকদের, আপনারা যদি সত্যকে সত্য তুলে ধরতে পারেন, সাদাকে সাদা আর কালোকে কালো উচ্চারণ করতে পারেন তাহলে আপনার জাতি মুক্তি পাবে। এবং আপনারাও আপনাদের কলমকে স্বাধীনভাবে চালিয়ে নিতে পারবেন।
সবশেষ প্রয়াত সাংবাদিক তোফাজ্জল হোসেনের স্বরণে তাঁর বড় ছেলে মনিরুল ইসলাম সবুজ বলেন, আমার বাবা আমাদের ভাই বোনদের সব থেকে মূল্যবান যে সম্পদ সেটা দিয়ে গেছে। সেটা হলো সুশিক্ষা ও সঠিক পথে চলা। আমি দৈনিক ইয়াদ পত্রিকার দায়িত্ব নিয়েছি। আপনারা যারা আমার বাবার পাশে ছিলেন, তেমনিভাবে আপনারা আমাদের পাশেও থাকবেন। আমার বাবা দৈনিক ইয়াদ যেভাবে চালিয়ে গেছেন, আমরাও সেভাবে ধারাবাহিকভাবে চালিয়ে যাবো। আজকের আয়োজনের জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবারও আরও উপস্হিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ এনামুল হক সিদ্দিক া,