শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিকটিম সাপোর্ট এন্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন কর্তৃক গুণীজন সম্মাননা পেলেন সাংবাদিক বিদ্যুৎ নারায়ণগঞ্জ বাসীর স্বার্থে হকার উচ্ছেদে লাঠি হাতে মাঠে নামলেন বিএনপি নেতা টিপু, নগরবাসীর সাধুবাদ ভোট বিক্রি করা আর খাল কেটে কুমির আনা সমান কথা: তরিকুল সুজন নারায়ণগঞ্জ-৫ আসনে জামায়াত প্রার্থীর শিক্ষক সমাজের সাথে মতবিনিময় সভা গোগনগর ইউনিয়নের একাধিক  ওয়ার্ডে আবদুল জব্বার এর নির্বাচনী গণসংযোগ সোনারগাঁয়ে ‘ফুলেল খেলাঘর আসর’-এর যাত্রা শুরু, হাতের লেখার প্রতিযোগিতায় শিশুদের অংশগ্রহণ বক্তাবলী ইউনিয়ন জামায়াতের  উদ্যোগে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত নির্বাচন আচরণবিধি অনুসারে মাসুদুজ্জামানের ব্যানার-পোস্টার অপসারণ সরকারি তোলারাম কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কুতুবপুরে যুবদলের বাবু- পাপ্পু ও সুমনের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

সিদ্ধিরগঞ্জ উত্তর থানার উদ্যােগে  বিশিষ্টজনদের নিয়ে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ১৭৪ 🪪
বাংলাদেশ জামায়াতে ইসলামী সিদ্ধিরগঞ্জ উত্তর থানার উদ্যোগে ৩রা জানুয়ারি বাদ মাগরিব সমাজের বিশিষ্টজনদের নিয়ে চিটাগাং রোড গ্রীন গার্ডেন চাইনিজ রেস্টুরেন্টে এক মতবিনিময় সভা  অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি  ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য নারায়ণগঞ্জ মহানগরীর সম্মানিত আমীর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জননেতা মাওলানা মুহাম্মদ  আবদুল জব্বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সূরা সদস্য প্রিন্সিপাল ডঃ ইকবাল হোসেন ভূঁইয়া, নারায়ণগঞ্জ মহানগরীর সম্মানিত সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি মোহাম্মদ জামাল হোসাইন ও জেলা জামায়াতের শুরা ও কর্ম পরিষদ সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল বাকী।
উক্ত মতবিনিময় সভার সভাপতিত্ব করেন সিদ্ধিগঞ্জ উত্তর থানার  সম্মানিত  আমীর মাওলানা মোস্তফা কামাল। বিশেষ অতিথিদের আলোচনায় মহানগরী  সহকারি সেক্রেটারি মোহাম্মদ জামাল হোসাইন বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী এদেশের স্বাধীনতা সার্বভৌম রক্ষার অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করছে এবং আগামীতেও করবে ইনশাআল্লাহ। ইঞ্জিনিয়ার আব্দুল বাকী তার বক্তব্যে আল্লাহর আইন সৎ লোকের শাসন কায়েমে সমাজের সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
নারায়ণগঞ্জ মহানগরীর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার  হোসাইন বলেন মানব রচিত মতবাদ কখনো শান্তি আনতে পারবে না, এদেশে শান্তির জন্য রাসুলের দেখানো পথেই বাংলাদেশ জামায়াতে ইসলামী সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায়, আর  এজন্য তিনি সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান। প্রিন্সিপাল ড: ইকবাল হেসাইন তার আলোচনায সমাজের বিশিষ্টজনদেরকে তাকওয়ার সমাজ গড়ার জন্য নিজেদের  সংশোধন, সমাজ ও রাষ্ট্রের সংস্কারে  বাংলাদেশ জামায়াতে  ইসলামীকে সহযোগিতা করার জন্য আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার  বলেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিগত ১৬ বছর বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিঃশেষ করার জন্য জুলুম-নিপীড়নের স্টিমরোলার চালিয়েছিল, আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামায়াতে ইসলামী তখনও ছিল এখনো আছে। এই সমাজকে কোরআনের আদলে রাসূলের দেখানো পথে পরিবর্তনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করছে। আগামী দিনের নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সৎ ও যোগ্য প্রার্থীকে সমর্থন দিয়ে একটি সুখী সমৃদ্ধি বাংলাদেশ গড়ার জন্য সমাজের সচেতন বিশিষ্ট নাগরিকদেরকে আহ্বান জানান। সম্মানিত থানা আমীরের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
উক্ত মতবিনিময় সভায় আরো উপস্থিত  ছিলেন থানা সেক্রেটারি কামরুল ইসলাম রিপন, শুরা ও কর্ম পরিষদ সদস্য  ইব্রাহিম খলিল, সাইদুল হক, ইঞ্জিনিয়ার কামরুজ্জামান রিংকু, শহিদুল ইসলাম, মাওলানা আরিফ বিল্লাহ, জিল্লুর রহমান, নাছি উল্লাহ, মাওলানা আব্দুল মজিদ, নাসির উল্লাহ প্রধান এবং ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারীসহ জামায়াত নেতৃবৃন্দ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102