নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ৮নং ওয়ার্ডে আজ বৃহস্পতিবার (২৬ শে ডিসেম্বর) মরহুম আক্তার হোসেন রাজীবের স্মরণে গোদনাইল প্রিমিয়ার লিগ সিজন টু ক্রিকেট শর্ট পিস নাইট টুর্নামেন্টের আয়োজন করা হয়। পাওয়ার্ড বাই আর কে এগ্রো ফার্ম।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন জনাব মোঃ কায়সার আহমেদ রাজিব। শুরুতে অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয় গোদনাইল প্রিমিয়ার লীগ কমিটির রুবেল সহ অন্যানরা।
উক্ত অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়। এরপর প্রধান অতিথি সহ অন্যান্যরা জাতীয় পতাক পতাকা উত্তোলন করেন এবং মাঠের মধ্যে শান্তির প্রতীক হিসেবে পায়রা ও অবমুক্ত করেন। পাশাপাশি টুর্নামেন্টে অংশগ্রহণকারী ৭টি দলের জার্সি অধিনায়ক দের হাতে দিয়ে জার্সি উন্মোচন পর্ব শেষ হয়।
অবশেষে আতশবাজি ফুটানোর মধ্য দিয়ে উদ্বোধনী ম্যাচের শুরু হয়। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় লিজেন্ডস অফ উত্তরপাড়া বনাম আর কে রেঞ্জার্স। উদ্বোধনী ম্যাচে শুরুর আগে প্রধান অতিথি সহ বিশেষ অতিথি গোদনাইল প্রিমিয়ার লীগ সম্পর্কে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন। প্রধান অতিথি ও বিশেষ অতিথি বলেন সমাজ থেকে মাদকমুক্ত করতে বর্তমান যুবসমাজকে খেলাধুলার উৎসাহী করতে হবে। সেই লক্ষ্যেই এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন। ভবিষ্যতে আরো অন্যান্য খেলার মধ্য দিয়ে এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
১০ ওভারের খেলায় ১১ জন প্লেয়ার করে সাতটি টিম এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে। দলগুলো হচ্ছে মুসলিম নগর একাদশ, লিজেন্স অফ উত্তরপাড়া, আর কে রেঞ্জার্স, ট্রফি হান্টার, অগ্রগামী সংঘ, ইয়াং বয়েজ, ইনভেন্স টাইটানর্স। দীর্ঘ এক মাস খেলা চলবে। প্রতিটি দল ১২ টি খেলায় অংশগ্রহণ করবে। প্রথম পর্বের পয়েন্ট টেবিলে থাকা শীর্ষ চারটি দল সরাসরি সেমিফাইনাল খেলবে।
পরবর্তীতে সেমি থেকে বিজয়ী দুই দল ফাইনাল খেলবে। উদ্বোধনী ম্যাচে লিজেন্ডস অফ উত্তরপাড়া বনাম আর কে রেঞ্জার্সের তীব্র প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ ম্যাচে ৭ উইকেটে আর কে রেঞ্জার্স জয়লাভ করে। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, কামরান আহমেদ রাজিব, কাওমি আহমেদ, জনাব মোঃ আজিম মোল্লা বাপি, (গোদনাইল প্রিমিয়ার লিগ উপদেষ্টা) জনাব মোঃ দেলোয়ার হোসেন খোকন (গোদনাইল প্রিমিয়ার লিগ উপদেষ্টা) জনাব মোঃ আবু তালেব, জজ মিয়া, নজরুল ইসলাম, সিরাজ মোল্লা এবং আর উপস্থিত ছিলেন গোদনাইল ধনকুন্ডার বিভিন্ন মসজিদের ইমামগণ।