রবিবার (২২শে ডিসেম্বর) সকাল ১০টায় ঢাকার সেগুন বাগিচার কচিকাঁচা মেলা মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠত হয় ।
এসময় অভিষেক অনুষ্ঠানে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির নির্বাহি চেয়ারম্যান লায়ন মোঃ নুর ইসলামের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল ইসলাম (লাকী)’র সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ডাকসু’র সাবেক ভিপি মোঃ নুরুল হক নুর।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও তত্ববিদ সূফি সাধক কাজী ওসমান ফারুকী, সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার মহাসচিব লায়ন মোঃ হেললাল উদ্দিন হিলু, জাতীয় সাংবাদিক সংস্থার উপদেষ্টা ড, খন্দকার মাজহারুল আনোয়ার ইশিতা ইসলাম, কৃষিবিদ মোঃ শহিদুল ইসলাম ফাহিম, মোঃ শাহজালাল সিকদার, সফিক রহমান, মোহাম্মদ সাউকি বিপ্লব, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জাতীয় সাংবাদিক সংস্থা’র সাবেক সভাপতি শেখ মোঃ মনির হোসেন, সদস্য মোঃ মিজানুর রহমান সহ প্রমূখ।
পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠান এর মাধ্যমে শেষ হয়।