মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন আওয়ামীলীগের চোরাগুপ্তা মিছিলের প্রতিবাদে নগরীতে জাকির খান অনুসারীদের বিক্ষোভ গাজায় নারী-শিশুসহ নৃশংস হত্যাযজ্ঞ বন্ধের দাবিতে মহিলা পরিষদ’র মানববন্ধন  ফতুল্লায় আওয়ামী লীগের তিন কর্মীকে ছাত্র-জনতা ধরে পুলিশে সোপর্দ নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে রূপগঞ্জ পুলিশ আরসা প্রধান ও ৫ সহযোগীকে রিমান্ড শেষে কারাগারে প্রেরণ সিদ্ধিরগঞ্জে গাঁজা ব্যবসায়ী গ্রেপ্তার, ১৬ কেজি গাঁজা উদ্ধার ১৮তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে না’গঞ্জ জেলা প্রশাসকের ব্যতিক্রমী উদ্যোগ ইসলামী ছাত্র আন্দোলন সরকারি তোলারাম কলেজ শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও শপথ অনুষ্ঠান সম্পন্ন রুপগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামী’র যাবজ্জীবন কারাদণ্ড

সিদ্ধিরগঞ্জে ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে আহত শাহ আলমের পাশে দাড়ালেন কাউন্সিলর সাদরিল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩০ 🪪

সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া মুক্তিযোদ্ধ প্রজম্মদলের সিদ্ধিরগঞ্জ থানার সদস্য শাহ আলমকে আর্থিক সহায়তা দিয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ড কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সহ সভাপতি গোলাম মোহাম্মাদ সাদরিল । বুধবার বিকেলে সিদ্ধিরগঞ্জ কলাবাগ চারতলা এলাকায় বাড়িতে গিয়ে শাহ আলমের চিকিৎসার খোঁজখবর নেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন। সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেয় শাহ আলম। এ সময় পুলিশের ছররা গুলিতে রক্তাক্ত আহত হয়।

গত ৪ আগস্ট হতে হাসপাতালে চিকিৎসা নেয়ার সময় হাসপাতালে গিয়ে সার্বিক চিকিৎসার খোঁজখবর নেন এবং আর্থিক সহযোগীতা করেন। শাহ আলম নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ কলাবাগ এলাকার বাসিন্দা। শাহ আলম বলেন, আন্দোলনে অংশ নেওয়া চার সহপাঠীকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নেওয়ার সময় আক্রমণ করি। পরে পুলিশ ছররা গুলি ছোড়ে। এতে আমার শরীরের বিভিন্ন স্থানে ৭টি গুলিরাগে। গত ৪ আগস্ট বিকেলে সিদ্ধিরগঞ্জে আন্দোলনকারীদের সঙ্গে শাহ আলম ও অংশ নেয়। এসময় পুলিশ টিয়ার সেল ও ছররা গুলি ছোড়ে। এতে শাহ আলমসহ অর্ধশতাধিক আহত হয়।

কাউন্সিলর সাদরিল বলেন, ছাত্র আন্দোলনের ডাকে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে পতন হয়েছে স্বৈরাচারী শাসক গোষ্ঠী শেখ হাসিনা সরকারের। আন্দোলনে শহীদ হয়েছেন শত শত ছাত্র জনতা। এতিম হয়েছেন কয়েক শতাধিক পরিবার। আওয়ামী সন্ত্রাস বাহিনী এবং পুলিশের গুলিতে আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন অনেকেই। তিনি আরও বলেন, দেশের তরে শহীদ এবং আহত বীরদের পরিবারের পাশে দাঁড়াতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশ বাস্তবায়ন এবং ব্যক্তিগত দায়িত্ববোধ থেকে বিএনপির পক্ষ থেকে আহত ও নিহত পরিবারের চিকিৎসার খোঁজখবর নিচ্ছি। এবং আমার ব্যাক্তিগত তহবিল থেকে আর্থিক সহযোগীতা করছি যা অব্যাহত থাকবে।

শাহ আলমের ভাই বলেন, পুলিশের ছররা গুলিতে আমার ভাইয়ের শরীরে ৭ টি গুলি রাগে। অস্ত্রোপচারের মাধ্যমে গুলি বের করা হয়েছে এখন অনেকটাই সুস্থ । তিনি বলেন আমার পরিবার কাউন্সিলর সাদরিলের প্রতি কৃতজ্ঞ তিনি আমাদের পাশে দাড়িয়েছেন হাসপাতালে থাকার সময় তিনি দেখতে গিয়েেেছন এবং আর্থিক সহযোগীতা করেছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102