টাঙ্গাইল ও নারায়ণগঞ্জে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার দুই কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।
সোমবার(১৩ ফেব্রুয়ারী) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ আদেশের তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব মো. শফিকুর আলমকে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক এবং গাজীপুর কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকীকে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হলো। এই দুই কর্মকর্তাকে নিজ অধিক্ষেত্রে বিধান অনুযায়ী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হলো।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।