ফতুল্লা ইউপির ১নং ওয়ার্ডের
সদস্য রেলস্টেশন হাসমত আলীর বাড়ীর সামনের রাস্তায় সারা বছর ধরেই বর্ষাকাল থাকে ও পিলকুনী সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সামনের সড়কের দীর্ঘদিনের অসহনীয় জলাবদ্ধতা নিরসনের জোড় দাবী জানান ভুক্তভোগী শিক্ষার্থী সহ সকল শ্রেণী পেশার মানুষ।
মানববন্ধনে ভুক্তভোগীরা বলেন ডিএনডি প্রকল্প দ্রুত বাস্তবায়ন করে আমাদের জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তি দেয়া হউক। ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়ায় এখানে কৃত্রিম জলাবদ্ধতা দেখা দেয়। অথচ এ সমস্যা সমাধানে ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার কিংবা সংরক্ষিত ওয়ার্ডের মহিলা মেম্বারকে কোন উদ্যোগ নিতে দেখা যায়নি।
দূষিত নোংরা পানি দিয়েই সারা বছরই স্কুল কলেজ শিক্ষার্থীসহ কমলমতি শিশুদের চলাচল করতে হচ্ছে। আওয়ামীলীগের প্রভাবশালী নেতা নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমানের সংসদীয় আসনের
এই জলবদ্ধতা থাকার কারণে চরম ক্ষোভ প্রকাশ করেন জনসাধারণ।
জলাবদ্ধতা নিরসনে এমপি শামীম ওসমানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করেন ভুক্তভোগী জনসাধারণ।