মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র ৭৭তম জন্মদিন উপলক্ষে না:গঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আলোচনা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ২৮ সেপ্টেম্বর ) সকালে শহরের ২ নং রেলগেট সংলগ্ন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে এই আলোচনা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী গোলাম কিবরিয়া খোকনের সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী ওয়াসিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কলেজের সাবেক ছাত্রলীগ সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী ছগীর আহম্মেদ।
এ সময় উপস্থিত ছিলেন, নারায়াণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মাসুদুর রহমান দিপু, আবু তালেব শ্যামল, মো.ওয়াসিম, মো.কোরবান আলী, আমিনুল ইসলাম, মো.রানা,মো.ফয়সাল, মো. দেলোয়ার হোসেন,মো.রফিকুল ইসলাম ( রফিক), জসিম গাজী,বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল আলী, সহ-সভাপতি হাসানুজ্জামান হাসান,মো.ইকবাল সরকার সহ প্রমুখ।
মোনাজাত পরিচালনা করেন বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম পারভেজ।