শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎবার্ষিকী ও কেন্দ্র ঘোষিত মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের তত্ত্বাবধানে বন্দর উপজেলা কৃষকদল বৃক্ষরোপন ও গাছের চারা বিতরণ কর্মসূচী পালন করেছে।
বন্দর উপজেলা কৃষকদলের সভাপতি ফারুক মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সেলিম মাহমুদের সঞ্চালনায় এই কর্মসূচী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের সভাপতি এনামুল হক স্বপন খন্দকার।
প্রধান অতিথির বক্তব্যে এনামুল হক স্বপন খন্দকার বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং একজন কৃষকদরদী নেতা। তাঁর আদর্শকে ধারণ করে আমরা দেশ ও জনগণের সেবায় কাজ করে যাচ্ছি। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপনের গুরুত্ব অপরিসীম, এবং জিয়ার শাহাদাৎবার্ষিকীতে এই কর্মসূচী তাঁর সবুজ বাংলাদেশ গড়ার স্বপ্নেরই প্রতিফলন।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের মহিলা বিষয়ক সম্পাদক মোর্শেদা আলম লিপি খন্দকার।
এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সহ-সভাপতি তপু আহম্মেদ, এস এম আল আমিন; বন্দর উপজেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি জামিল হোসেন পোকন, সহ-সভাপতি এস.এম. আল আমিন, সাংগঠনিক সম্পাদক শাহাদাৎ হোসেন; বন্দর ইউনিয়ন কৃষকদলের সভাপতি প্রার্থী রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রার্থী আজিজুল হাকিম; মুছাপুর ইউনিয়ন সাধারণ সম্পাদক মামুন সিকদার; মদনপুর ইউনিয়নের সভাপতি হান্নান মিয়া, সাধারণ সম্পাদক রাসেল অভি এবং কলাগাছিয়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি প্রার্থী সাগর চৌধুরী।
এছাড়াও কর্মসূচীতে মোঃ সুমন, মোঃ জাকারিয়া, আঃ কাদির, শারজাহান, মঞ্জুর মিয়া, শাহ আলম, আলতাফ দেওয়ান, আল আমিন, আরাফাত, রাকিব, মোতালিব, সুজন, মাহফুজ, সানী, মাহবুব, মিনহাজসহ কৃষকদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
কর্মসূচী শেষে নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।