নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক এবং ফতুল্লা ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সিদ্দিকুর রহমান উজ্জ্বলের গর্ভধারিণী মা শামসুন্নাহার বেগম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার, ১৯ জুন, দুপুর আনুমানিক ২টার দিকে বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি ছয় পুত্র ও এক কন্যাসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
বিএনপি নেতার মাতৃবিয়োগের খবরে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সফল সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহাম্মদ গিয়াসউদ্দিন। সংবাদ মাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি বলেন, “শামসুন্নাহার বেগমের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।”
গিয়াসউদ্দিন মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে তাঁর জান্নাতুল ফেরদাউস নসিব করার জন্য দোয়া করেন এবং শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।