বৃহস্পতিবার (২২ মে) বেলা ১২টায় নগরীর নারায়ণগঞ্জ কলেজ মিলনায়তনে জেলা তথ্য অফিস আয়োজিত ‘তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা তথ্য অফিসার মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে ও শিক্ষক আরিফ মিহিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মাশফাকুর রহমান, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শহিদুল ইসলাম এবং জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন। নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড. ফজলুল হক রুমন রেজা অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা দেশের বিভিন্ন ঐতিহাসিক প্রেক্ষাপটে তরুণদের অবিস্মরণীয় ভূমিকার কথা তুলে ধরেন। তিনি বলেন, “৫২’র ভাষা আন্দোলন থেকে শুরু করে ৭১’র মুক্তিযুদ্ধ, এমনকি সাম্প্রতিক জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থান—প্রতিটি ঐতিহাসিক অর্জনের পেছনেই তরুণদের বলিষ্ঠ অবদান রয়েছে।”
তিনি আরও উল্লেখ করেন, “জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানের পর যখন আইন-শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা ব্যাহত হয়েছিল, তখন তরুণরাই স্বেচ্ছায় ট্রাফিকের দায়িত্ব পালন করেছে এবং বাজার মনিটরিং করে সমাজের প্রতি তাদের দায়িত্ববোধের পরিচয় দিয়েছে। এই দৃষ্টান্ত থেকে বোঝা যায়, তরুণরাই আগামী দিনের সঠিক দিকনির্দেশক।”
তরুণদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, “শুধুমাত্র প্রচলিত শিক্ষায় সীমাবদ্ধ থাকলে চলবে না। তাদের কারিগরি শিক্ষা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে আগ্রহী করে গড়ে তুলতে হবে। একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় এই দক্ষতা অপরিহার্য।”
আলোচনা সভার আগে জেলা প্রশাসক কলেজ চত্বরে একটি বৃক্ষ রোপণ করেন। কলেজ প্রাঙ্গণে পৌঁছালে রোভার স্কাউটের শিক্ষার্থীরা তাঁকে গার্ড অব অনার প্রদান করে।