বক্তব্যের শুরুতেই নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু ২৪ নং ওয়ার্ডের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা ২৪ নং ওয়ার্ডের সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন। প্রত্যেকটি মানুষের দ্বারে দ্বারে গিয়ে ৩১ দফা লিফলেট সম্পর্কে তাদেরকে অবহিত করুন। মানুষের কাছে দলের বার্তাটি পৌঁছে দিন।
শনিবার (১৮ অক্টোবর) বিকেল ৪টা ৩০ মিনিটে নবীগঞ্জ বক্তরকান্দি এলাকায় ২৪ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এরপর তিনি আরও বলেন, সবাইকে দুঃখের সঙ্গে জানাতে চাই, কিছু লোক আছে যারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য বাপের নাম না বলে চাচা-জেঠার নাম ভাঙিয়ে বেড়ায়! ক্ষমতার লোভে তারা এতটাই অন্ধ হয়ে গেছে যে এখন আর বুঝতে পারছে না তারা কী করছে, কিংবা কোথায় যাচ্ছে। ক্ষমতার জন্য তারা যেন পাগল হয়ে গেছে!
তিনি আরও বলেন, আপনারা যারা বিএনপি করেন, যারা মূল দলে আছেন, আপনারা অভিভাবক হিসেবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবিটা বড় করে দেন, আর নিজেদের ছবিটা ছোট করে রাখেন। এটি আপনারা সম্মান থেকে করেন, শ্রদ্ধা থেকে করেন। কিন্তু যারা ক্ষমতালোভী, যারা অন্ধ হয়ে গেছে, তারা নিজেদের ছবিটাই বড় করে দেয়, আর দলের অভিভাবকের ছবিটা দেয় শুধু মানুষকে দেখানোর জন্য! এতে কি বোঝা যায় না, তারা কেবল নিজেদের স্বার্থ হাসিলের জন্যই আজ বিএনপির নাম বিক্রি করছে?
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, এরা এই মহানগরের রাজনীতিকে ধুলিস্যাৎ করে দিতে চায়! তাই আপনারা সতর্ক থাকুন, সজাগ থাকুন। আমি পরিষ্কারভাবে সাবধান করে দিতে চাই আপনারা যা শুরু করেছেন, সেই পথে যদি স্বার্থের রাজনীতি করতে চান, তাহলে বিএনপির নেতারা যেকোনো সময় আপনাদেরকে প্রতিহত করবে।
পরে মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সাধারণ জনগণ ও দোকানদারের মাঝে লিফলেট বিতরণ এবং ধানের শীষের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মনির হোসেন, সাধারণ সম্পাদক হাজী জাবেদ আহমেদ হোসেন। সঞ্চালনা করেন ২৪ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. উজ্জল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, ফতেহ মোহাম্মদ রেজা রিপন, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, বন্দর থানা বিএনপির সভাপতি আলহাজ্ব শাহেনশাহ আহমেদ, বন্দর থানা সাধারণ সম্পাদক জনাব নাজমুল হক রানা (বাবু) ও ডা. মজিবুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাকিত মোস্তাকিন শিপলু। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ২৪ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল্লাহ, এবং মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মিনহাজ মিঠু প্রমুখ।