রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াত শুধু স্বাস্থ্যসেবা নয়,ন্যায় ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য কাজ করে – মইনুদ্দিন আহমাদ ত্বকী হত্যার ১৫৩ মাস: বিচারহীনতার প্রতিবাদে সোমবার আলোক প্রজ্বলন কর্মসূচি অসুস্থ আনিসুল ইসলাম সানির পাশে হাসপাতালে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শাহ আলমের উদ্যোগে দোয়া মাহফিলে বক্তাবলী বিএনপি নেতাকর্মীদের অংশগ্রহণ আড়াইহাজারে আমরা নারায়ণগঞ্জ এর সন্তান সংগঠন এর আয়োজনে ‘ নদী বাঁচাও পরিবেশ বাঁচাও বাঁচাও নারায়ণগঞ্জ’ শীর্ষক সেমিনার মানুষ মনে করে আল্লাহর বিধান দিয়েই আগামীর সংসদ পরিচালিত হবে:  মাওলানা আবদুল জব্বার হাজী ব্রাদার সেন্টারে ‘পল বেকার্সের ২য় শাখা শুভ উদ্বোধন বাংলাদেশ মানবাধিকার কমিশন- নারায়ণগঞ্জ জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত সৈয়দপুরে বেগম জিয়ার রোগমুক্তি কামনায় গোগনগর ইউনিয়ন যুবদলের দোয়া মাহফিল খালেদা জিয়ার সুস্থতা কামনায় মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে যুবদল নেতা রনির  গণদোয়া ও খাবার বিতরণ

টিকাদান কর্মসূচি থেকে একজনও যেন বাদ না পড়ে, জেলা প্রশাসকের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১০৮ 🪪

একজনও যেন টিকাদান কর্মসূচি থেকে বাদ না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে” – এই প্রত্যয় ব্যক্ত করে নারায়ণগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। রোববার (১২ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার হাজীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে এই গুরুত্বপূর্ণ কর্মসূচির শুভ সূচনা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বাংলাদেশ সরকারের এই জনহিতকর উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এই ক্যাম্পেইনের আওতায় ৯ মাস বয়স থেকে ১৫ বছরের নিচের সকল শিশু-কিশোরকে টাইফয়েডের টিকা দেওয়া হবে। আগামী ১৮ দিনের মধ্যে নারায়ণগঞ্জ জেলার ৫ লক্ষ ১ হাজার ৭২১ জন শিশুকে এই টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

জেলা প্রশাসক জোর দিয়ে বলেন, “একজনও যেন টিকাদান কর্মসূচি থেকে বাদ না যায় সেদিকে খেয়াল রাখতে হবে।” তিনি আরও যোগ করেন, যদি কোনো শিশু কোনো কারণে টিকা গ্রহণ থেকে বাদ পড়ে, তবে তারা পরবর্তীতে উপজেলা হাসপাতালের স্থায়ী টিকাদান কেন্দ্রে এই টিকা নিতে পারবে। তিনি সতর্ক করে বলেন, যদি কেউ টাইফয়েড টিকা থেকে বঞ্চিত হয়ে ভবিষ্যতে টাইফয়েডে আক্রান্ত হয়, তবে সেই দায়িত্ব আমাদের উপর বর্তাবে। আমরা আমাদের সন্তানদের দক্ষ, সুস্থ ও সবল হিসেবে গড়ে তুলতে চাই, যাতে তারা দেশের সম্পদে পরিণত হতে পারে এবং কোনোভাবেই রোগে আক্রান্ত না হয়।

নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহাম্মদ মুশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আলমগীর হোসাইন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা শিরিন সহ বিভিন্ন পর্যায়ের পদস্থ কর্মকর্তাবৃন্দ। এই ক্যাম্পেইন নারায়ণগঞ্জের জনস্বাস্থ্য সুরক্ষায় একটি বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102