শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
আপনারা জনগণের দুঃখ-কষ্ট ও সমস্যাগুলো বোঝার চেষ্টা করেন: এড. টিপু জাকির খানের দ্রুত সুস্থতা কামনায় সলিমুল্লাহ্ করিম সেলিমের উদ্যোগে দোয়া   ফতুল্লা, কায়েমপুর জামায়াতের সুধী সমাবেশ ও অফিস উদ্বোধন ধানের শীষে ভোট দেয়ার জন্য সাধারণ মানুষ অপেক্ষা করছে: আজহারুল ইসলাম মান্নান ১৮ নং ওয়ার্ডে এমপি প্রার্থী সিরাজুল মামুনের পক্ষে গণসংযোগ ন্যায়ের রাজনীতি ও পরিবর্তনের অঙ্গীকার নিয়ে মাঠে মাসুদুজ্জামান মাসুদ বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ: আবু জাফর আহমেদ বাবুলের পক্ষে ব্যাপক প্রচারণা মাসদইর বায়তুন নূর জামে মসজিদের পূণনির্মাণে জাকির খানের পক্ষ থেকে  আর্থিক অনুদান সিদ্ধিরগঞ্জে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে উঠান বৈঠক ও লিফলেট বিতরণ বন্দর উপজেলায় মহানগর বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ

ফতুল্লায় ড্রামের ভেতর অর্ধগলিত লাশে পরিচয় উদঘাটন, সন্দেহ পরকীয়া! 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১৫৯ 🪪

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ড্রামের ভেতর থেকে উদ্ধার হওয়া অর্ধগলিত ও দ্বিখণ্ডিত লাশের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করে পুলিশ জানিয়েছে, পরকীয়ার জেরে মো. নয়ন (৪৯) নামে এক ব্যক্তিকে নৃশংসভাবে হত্যা করে লাশ গুম করার চেষ্টা করা হয়েছিল।

মঙ্গলবার দুপুরে ফতুল্লার উত্তর শিয়াচর মাওয়া মার্কেটের পেছনের একটি নির্জন স্থান থেকে একটি বন্ধ ড্রামের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়।

দুপুর আনুমানিক ২টায় ফতুল্লা থানাধীন উত্তর শিয়ারচরে স্থানীয়রা অর্ধগলিত এবং দুই পা কাটা অবস্থায় লাশটি ড্রামের ভেতর দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। ফতুল্লা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে এবং তার পরিচয় শনাক্তের চেষ্টা চালায়।

অবশেষে লাশের পরিচয় পাওয়া যায়। নিহত ব্যক্তি মো. নয়ন (৪৯), ফতুল্লার কুতুবপুর ৮ নং ওয়ার্ডের পিলকুনি এলাকার বাসিন্দা মো. সালাম ও আয়েশা বেগমের ছেলে।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, নিহত নয়ন দুটি বিয়ে করেছিলেন। পুলিশ ধারণা করছে, নয়নের দ্বিতীয় স্ত্রীর পরকীয়ার কারণেই অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা নয়নকে নৃশংসভাবে হত্যা করে লাশ ড্রামের ভেতর ঢুকিয়ে গুম করার চেষ্টা করে।

ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) আনোয়ার হোসেন এই বিষয়ে বলেন, “প্রাথমিকভাবে আমরা এটিকে একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে সন্দেহ করেছিলাম। লাশের পরিচয় শনাক্ত হয়েছে এবং হত্যাকাণ্ডের রহস্য উদঘাটিত হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।”

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102