শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
আপনারা জনগণের দুঃখ-কষ্ট ও সমস্যাগুলো বোঝার চেষ্টা করেন: এড. টিপু জাকির খানের দ্রুত সুস্থতা কামনায় সলিমুল্লাহ্ করিম সেলিমের উদ্যোগে দোয়া   ফতুল্লা, কায়েমপুর জামায়াতের সুধী সমাবেশ ও অফিস উদ্বোধন ধানের শীষে ভোট দেয়ার জন্য সাধারণ মানুষ অপেক্ষা করছে: আজহারুল ইসলাম মান্নান ১৮ নং ওয়ার্ডে এমপি প্রার্থী সিরাজুল মামুনের পক্ষে গণসংযোগ ন্যায়ের রাজনীতি ও পরিবর্তনের অঙ্গীকার নিয়ে মাঠে মাসুদুজ্জামান মাসুদ বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ: আবু জাফর আহমেদ বাবুলের পক্ষে ব্যাপক প্রচারণা মাসদইর বায়তুন নূর জামে মসজিদের পূণনির্মাণে জাকির খানের পক্ষ থেকে  আর্থিক অনুদান সিদ্ধিরগঞ্জে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে উঠান বৈঠক ও লিফলেট বিতরণ বন্দর উপজেলায় মহানগর বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ

ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির কার্যালয় উদ্বোধন 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১৬০ 🪪

নারায়ণগঞ্জ সদর উপজেলা ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের প্রধান কার্যালয় উদ্বোধন করা হয়েছে। একই সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক আলোচনা সভাও অনুষ্ঠিত হয়। গত ৪ অক্টোবর বিকেলে চরবয়রাগাদি পশ্চিমপাড়া এলাকায় এই কার্যালয় উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়

বক্তাবলী ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মাহমুদ মেম্বারের সভাপতিত্বে এবং ছাত্রদলের সাবেক আইন বিষয়ক সম্পাদক এডভোকেট দিদারুল ইসলাম ইমনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এম এ আকবর।

অনুষ্ঠানে বক্তারা বিএনপির সকল অঙ্গ সংগঠনকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান এবং আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করার লক্ষ্যে সাধারণ মানুষের সমর্থন আদায়ের গুরুত্ব তুলে ধরেন। তারা তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখার বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেন, যা একটি সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে সহায়ক হবে বলে উল্লেখ করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আব্বাস আলী বাবুল, সাবেক যুগ্ম আহবায়ক আলাউদ্দিন বারী, কাশিপুর ইউনিয়ন বিএনপি নেতা আমিরুল ইসলাম, বক্তাবলী ইউনিয়ন জাসাসের সভাপতি সলিম মেম্বার, সিনিয়র সহ সভাপতি সাজ্জাদুর রহমান আলাউদ্দিন, যুগ্ম সম্পাদক আফজাল হোসেন, মুন্সিগঞ্জ জেলা যুবদলের পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি ইন্জিনিয়ার সাঈদ রেজা খান, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি জসিম উদ্দিন, ৪নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ, ৯ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মতিউর রহমান, জেলা ছাত্রদল নেতা মাহমুদউল্লাহ, ৪নং ওয়ার্ড কৃষকদলের ওসমান গনী, কবির হোসেন, জুয়েল মিয়া, মোঃ আলামিন মোঃ সিরাজ, শাহ আলী, মোঃ রিঙ্কু মোহাম্মদ মিলন, মোঃ সোহাগসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এই কার্যালয় উদ্বোধন ও আলোচনা সভার মাধ্যমে বক্তাবলী ইউনিয়নে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102