আজ ১লা বৈশাখ, বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে সরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ এক বর্ণাঢ্য ও মনোজ্ঞ শোভাযাত্রার আয়োজন করে। ১৪ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার সকালে কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয় এ শোভাযাত্রা। এতে কলেজের অধ্যক্ষ জনাব প্রফেসর বিমল চন্দ্র দাস, সকল বিভাগীয় প্রধান, প্রভাষকবৃন্দ এবং ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শোভাযাত্রাটি প্রাণবন্ত হয়ে ওঠে।
শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা বর্ণিল পোশাক পরে, হাতে বাংলা সংস্কৃতির প্রতীক হিসেবে পটচিত্র, বাঁশের তৈরি ঝুড়ি ও হাতপাখা নিয়ে রাস্তায় নেমে আসেন। কলেজ ক্যাম্পাস থেকে শুরু করে আশেপাশের সড়ক প্রদক্ষিণ করে আবার কলেজে ফিরে আসে এ আনন্দমুখর শোভাযাত্রা।
অনুষ্ঠানের শুরুতেই অধ্যক্ষ প্রফেসর বিমল চন্দ্র দাস নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, “বাংলা নববর্ষ আমাদের জাতিসত্তা, কৃষ্টি ও ঐতিহ্যের প্রতীক। এই দিনটি আমাদের সংস্কৃতির গর্ব ও ঐক্যের প্রতিচ্ছবি।” তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের মাঝে দেশীয় সংস্কৃতি ও মূল্যবোধ জাগ্রত করতে এই ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”
এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা যেমন আনন্দে মেতে উঠেছে, তেমনি বাংলা সংস্কৃতির প্রতি তাদের ভালোবাসা ও সচেতনতা আরও বেড়েছে। কলেজ পরিবার এই আয়োজনে যে সৌহার্দ্য ও সম্প্রীতির পরিচয় দিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়।