জেলা প্রশাসকের সঙ্গে পরিদর্শনে উপস্থিত ছিলেন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, সেনাবাহিনীর ৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির ক্যাম্প কমান্ডার মেজর আয়াজ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, বন্দর উপজেলা নির্বাহী অফিসার, পূণ্যস্নান বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বী ভক্তগণ।
ঘাটগুলোর প্রস্তুতি মূল্যায়ন করে জেলা প্রশাসক সুষ্ঠু ও নিরাপদ অনুষ্ঠান নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন। তিনি বলেন, জেলা প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টায় এবারের পূণ্যস্নান অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।
উল্লেখ্য, লাঙ্গলবন্দ মাহাঅষ্টমী হিন্দু সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। প্রতি বছর হাজারো ভক্ত শীতলক্ষ্যা নদীর ঘাটে পূণ্যস্নান করতে সমবেত হন। এবারও পর্যাপ্ত নিরাপত্তা ও সুব্যবস্থাপনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এই ধর্মীয় অনুষ্ঠান।