উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ জেলা ও মহানগরী সাবেক আমির মাওলানা মাঈনুদ্দিন আহমদ।
এসময় তিনি বলেন সমাজে তখনই শান্তি ফিরে আসনে যখন দেশের অধিকাংশ মানুষ সৎ লোকের শাসন ও আল্লাহর আইন বাস্তবায়নে সচেষ্ট থাকবে। পাশাপাশি মানব রচিত আইন না মেনে আল্লাহর আইনকে জীবনের প্রতিটি ক্ষেত্রে গুরুত্ব সহকারে মানতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর কর্ম পরিষদের সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি হাফেজ আবদুল মমিন, বন্দর উত্তর থানা আমীর মুফতি আতিকুর রহমান।
উক্ত ইফতার মাহফিলে ২৫ নং ওয়ার্ড ওলামা-মা মাসায়েক পরিষদের সভাপতি আসলাম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল্লাহ সঞ্চালনায় অন্যদের মধ্যে আর উপস্থিত ছিলেন জহিরুল ইসলাম বক্তব্য শেষে মোনাজাত পরিচালনা করেন মুফতি আতিকুর রহমান পরে উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়।