নারায়ণগঞ্জ বন্দর উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মোঃ মাকসুদ হোসেনের নিঃশর্ত মুক্তির জন্য (১৪ মার্চ) শুক্রবার বাদ জুমআ বিভিন্ন মসজিদে দোয়া করা হয়েছে।
এদিন মদনপুর বড় সাহেব বাড়ি জামে মসজিদ, চৌরাপাড়া মোহাম্মদীয়া জামে মসজিদ, ছোটবাগ জামে মসজিদ, দক্ষিণ চাঁনপুর বাইতুল জান্নাত কেন্দ্রীয় জামে মসজিদ, কল্যান্দী জামে মসজিদ, খতমে নবুওত মুরাদপুর কবরস্থান জামে মসজিদ, বটতলা জামে মসজিদ, পুকুনিয়াবাড়ি আল আকসা জামে মসজিদ, নামিরা কেন্দ্রীয় জামে মসজিদ, মুছাপুর জামে মসজিদ, লাঙ্গলবন্দ বাজার জামে মসজিদ, যোগীপাড়া জামে মসজিদ সহ বন্দরের বিভিন্ন মসজিদ কমিটির উদ্যোগে দোয়া করা হয়েছে।
মসজিদ কমিটি ও মুসল্লীরা জানান, ‘মহান আল্লাহ যাতে মাকসুদ হোসেনকে সমস্ত পেরেশানী থেকে রক্ষা করেন এবং তিনি যাতে আইনী জটিলতা নিরসন করে
মামলাগুলো থেকে অব্যাহতি নিয়ে দ্রুত আমাদের মাঝে ফিরে আসতে পারেন, আমরা সেই দোয়া করছি। পাশাপাশি আমরা তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি’।