থানা সেক্রেটারি ফয়সাল আলমের সঞ্চালনায় থানা আমীর মাওলানা মুজিবুর রহমানের সভাপতিত্বে কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগরীর শুরা ও কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরীর শুরা ও কর্মপরিষদ সদস্য ও শিক্ষা বিভাগের সেক্রেটারি মাওলানা মোঃ ওমর ফারুক, শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি হাফেজ আব্দুল মোমিন, নারায়ণগঞ্জ মহানগরীর শুরা ও কর্মপরিষদ সদস্য জনাব ফরিদ উদ্দিন আহমদ সহ নারায়ণগঞ্জ পশ্চিম থানার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সর্বশেষ নারায়ণগঞ্জ পশ্চিম সাংগঠনিক থানার বিভিন্ন ওয়ার্ডে পথসভা ও লেফলেট বিতরণের মধ্য দিয়ে প্রোগ্রামটি সমাপ্ত করা হয়।