নারায়ণগঞ্জের বন্দর থানা জাতীয়তাবাদী প্রজন্ম দলের আহবায়ক কমিটি গঠিত হয়েছে। সকলের সম্মতিক্রমে মিলন খানকে আহবায়ক ও রফিকুল ইসলাম হাসানকে সদস্য সচিব করা হয়।
শুক্রবার ( ২৪ জানুয়ারি ) বিকালে বন্দর রুপালী এলাকার ভূমি অফিসের সামনে এই সম্মেলনের মাধ্যমে জাতীয়তাবাদী প্রজন্ম দলের আহবায়ক কমিটি গঠিত হয়।
সম্মেলনে বন্দর থানা প্রজন্ম দলের সদ্য আহবায়ক মিলন খান এর সভাপতিত্বে ও নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী প্রজন্ম দলের যুগ্ম আহবায়ক জাকির হোসেন মামুন সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী প্রজন্ম দলের আহবায়ক সলিমুল্লাহ করিম সেলিম।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা যুবদলের যুগ্ম আহবায়ক ফরিদ আহমেদ, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী প্রজন্ম দলের সদস্য সচিব রায়হান উদ্দিন জিল্লু, সিনিয়র যুগ্ম আহবায়ক খোকন সানি, য়ুগ্ম আহবায়ক আমান খান, হাজী সুমন মাহমুদ, মহানগর প্রজন্ম দলের আহবায়ক সারোয়ার করিম, সদস্য সচিব আক্তার হোসেন অপু সিনিয়র, যুগ্ম মোনায়েম হোসেন মনির, আল আমিন, সহ-সভাপতি কোরবান আলী, বন্দর থানা যুবদলের সাংগঠানিক সম্পাদক হুমায়ূন কবির নাহিদ, ফতুল্লা থানা প্রজন্ম দলের আহবায়ক ইউসুফ চৌধুরী, যুগ্ম আহবায়ক বিপ্লব চৌধুরী, সিদ্ধিরগঞ্জ থানা আহবায়ক মনির প্রধান, সদস্য সচিব আবুল হোসেন সানি, যুগ্ম আহবায়ক শামীম আহমেদ, ফতুল্লা থানার যুগ্ম আহবায়ক ইসমাইল হোসেন, কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো.জুলাহাস প্রমুখ।
নব-গঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম দলের বন্দর থানা আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক আলমগীর শেখ, যুগ্ম আহবায়ক কাশেম আহমেদ, মো.মতিন, মো.রবিন, মামুন ইসলাম মো.ইমরান,মো.মাসুম, মো.ইউসুফ, সুমন হোসেন,, মো.শাহাবুদ্দিন, জাহিদ হাসানসহ ৮৭ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দিয়েছে জেলা কমিটি। জেলার আহবায়ক সলিমুল্লাহ করিম সেলিম এ কমিটি ঘোষণা করেন।