রবিবার (১২ই জানুয়ারি) মহানগর বিএনপি’র আওতাধীন নারায়ণগঞ্জ সদর থানার অন্তর্ভুক্ত ১৩নং ওয়ার্ড বিএনপি’র উদ্দ্যেগে, রাষ্ট্রীয় কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে জনসম্পৃক্ততা ও শীতার্তদের মাঝে কম্বল ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় ১৩নং-ওয়ার্ড বিএনপির সভাপতি এ্যাড, শেখ আন্জুম আহমেদ বিন রিফাতের সভাপতিত্বে ও মহানগর বিএনপির সদস্য মাকিত মোস্তাকিন শিপলুর সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন , নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এ্যাড. সাখাওয়াত হোসেন খান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারন সম্পাদক এ্যাড,এইচ এম আনোয়ার প্রধান।
এছারও আরও উপস্থিত ছিলেন সাবেক সদর থানা কমিটির সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ সেলিম, চঞ্চল, মনির হোসেন, সাহাব উদ্দিন, মোঃ মানিক হোসেন সহ প্রমুখ। এর পর মাসদাইর এলাকায় সাধারণ মানুষ এর মাঝে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়ন এর লিফলেট বিতরণ করেন নেতৃবৃন্দ।