বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় বেগম জিয়ার সুস্থতা কামনায় জেলা ছাত্রদলের দোয়া ও ইফতার মাহফিল  দেশের কল্যাণে সকল ছাত্র সংগঠনকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান  – হাফেজ ইসমাইল বুবলী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে হতদরিদ্র ও শ্রমজীবিদের মাঝে ইফতার বিতরণ স্নানউৎসবের প্রস্তুতি সভায় উত্তেজনায় ডিসি ও পুলিশ সুপার এর বিরক্তি প্রকাশ সিদ্ধিরগঞ্জে বেগম খালেদা জিয়া রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল ফতুল্লায় সাত বছর বয়সী শিশু মুস্তাকিন অপহরণ ও হত্যার রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেফতার শামীম ওসমানের পরিবারের প্রতিষ্ঠান ‘কে টেলিকম’র বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট চাঁদা না দেওয়ায় সন্ত্রাসী নাদিম এর চাপাতির আঘাতে মাহাবুবুর রহমান মোল্লা গুরুতর আহত সনাতনী সম্প্রদায়ের মধ্যে বিভেদ থাকুক এটা কেউ চায়না – জয় কে রায় চৌধুরী বাপ্পী রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে যুবদলকর্মী নিহত

নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য পদে সোনারগাঁয়ের তুহিন মাহমুদ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৯ 🪪
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর আত্মপ্রকাশ করা নতুন রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কমিটিতে স্থান পেয়েছেন সোনারগাঁয়ের কৃতি সন্তান তুহিন মাহমুদ। তিনি সোনারগাঁয়ের সনমান্দি ইউনিয়নের প্রেমের বাজার এলাকার একজন গর্বিত বাসিন্দা।
গতকাল অনুষ্ঠিত জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় বর্ধিত সভায় তুহিন মাহমুদকে কেন্দ্রীয় কমিটির ৩৫ নম্বর সদস্য পদে নির্বাচিত করা হয়।
এ বিষয়ে তুহিন মাহমুদ বলেন,
“জাতীয় নাগরিক কমিটির সঙ্গে যুক্ত হয়ে দেশের সেবা করার সুযোগ পেয়ে আমি গর্বিত। আমি বিশ্বাস করি, এই কমিটি জনগণের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সোনারগাঁয়ের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে।”
তুহিন মাহমুদের পরিচয়:-তুহিন মাহমুদ একজন প্রতিভাবান তরুণ, যিনি বর্তমানে একটি উন্নয়ন সংস্থার সিনিয়র কর্মকর্তা এবং হামদর্দ বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি Global Partnership এবং Grant Specialist হিসেবে কাজ করছেন এবং আন্তর্জাতিক ক্যাম্পেইন পরিচালনায় তার বিশেষ দক্ষতা রয়েছে।
তুহিন মাহমুদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট থেকে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেছেন। পাশাপাশি তিনি জার্মানি, সুইজারল্যান্ড, মালয়েশিয়া এবং ভারত থেকে বিভিন্ন বিষয়ের ওপর স্কলারশিপ নিয়ে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
তার এমন অর্জনে সোনারগাঁয়ের মানুষ গর্বিত। স্থানীয় বাসিন্দারা আশা করেন, তার নেতৃত্বে সোনারগাঁয়ের মানুষের স্বার্থ রক্ষা এবং উন্নয়ন হবে।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102