সোমবার (১৬ই ডিসম্বের) সকাল সাড়ে ১০টায় মহানগর বিএনপির আহ্বায়ক এ্যাড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এ্যাড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে নগরীতে বিজয় র্যালি বের করে দলিয় নেতাকর্মীরা । জাতীয় পতাকা, ব্যানার ফেস্টুন হাতে নিয়ে র্যালিতে অংশগ্রহণ করেন মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
র্যালিটি নগরীর হুসিয়ারী সমিতির সামনে থেকে বের হয়। এসময় নেতাকর্মীরা আনন্দিত হয়ে বিভিন্ন শ্লোগান দিতে থাকে, ‘আজকের এই দিনে জিয়া তোমায় মনে পড়ে, স্বাধীনতার ঘোষক জিয়া লও লও লও সালাম’ স্লোগানে স্লোগানে নেতাকর্মীরা মূখোরিত করে তুলে বঙ্গবন্ধু সড়ক। এরপর চাষাড়া বিজয় স্তম্ভের সামনে এসে র্যালিটি শেষ হয়। এসময় মুক্তিযুদ্ধে নিহত বীর শহীদদের প্রতি বিন্ম্র শ্রদ্ধা জানাতে বিজয় স্তম্ভে পুষ্পস্তর্বক অর্পণ করেন মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এ্যাড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এ্যাড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এ্যাড. জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক এ্যাড. সরকার হুমায়ূন কবির, মনির হোসেন খান, আনোয়ার হোসেন আনু, ফতেহ মোহাম্মদ রেজা রিপন, আহ্বায়ক কমিটির সদস্য এ্যাড. রফিক আহমেদ, ডা. মজিবুর রহমান,সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা,সাধারণ সম্পাদক এ্যাড. এইচ এম আনোয়ার প্রধান,মহানগর যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম সজল, মহিলা দলের আহ্বায়ক দিলারা মাসুদ ময়না, জেলার নেত্রী রহিমা শরিফ মায়া, সহ প্রমূখ।