মহান বিজয় দিবস উপলক্ষে ফতুল্লা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
সোমবার(১৬ডিসেম্বর) সারাদিনব্যাপী ওয়ার্ডের হাজিগঞ্জ এলাকায় ঈদগাহ্ মাঠে বিভিন্ন সাজ প্রদর্শন ও দেশীয় ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।
ক্রীড়া প্রতিযোগিতার শেষে বিকেল ৫টার সময় বিজয়ীদের হাতে বিএনপির নেতৃবৃন্দ পুরস্কার তুলে দেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন- ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রুহুল আমিন টিপু, সাধারণ সম্পাদক ডালিম, সাংগঠনিক সম্পাদক হাজী রওশন আলীসহ অন্যান্য নেতৃবৃন্দরা।