শনিবার জাতীয় নাগরিক কমিটি, নারায়ণগঞ্জের ফতুল্লা থানার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে শহরের উপজেলা পরিষদের অডিটোরিয়াম হলে এই সভা অনুষ্ঠিত হয়। ফতুল্লা থানার প্রতিনিধি আব্দুর রহমান গাফফারির পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব অ্যাড আব্দুল্লাহ আল-আমিন।
গত ৫ ডিসেম্বর,২০২৪ জাতীয় নাগরিক কমিটি নারায়নগন্জের ফতুল্লা থানার ১৯৮ জন সদস্যের “প্রতিনিধি কমিটি” ঘোষণা করা হয়।সভায় সদ্য গঠিত ফতুল্লা থানার অন্যান্য প্রতিনিধি সদস্যদের পরিচয় পর্ব শেষে শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধার সাথে স্মরণ করে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব এ্যাড আবদুল্লাহ আল-আমিনসহ ফতুল্লা থানার প্রতিনিধি দিলশাদ আফরিন,জোবায়ের তামজিদ, পারভিন আখতার, নারায়নগন্জ সদর থানার প্রতিনিধি শওকত আলী প্রমুখ।
কমিটির সদস্যদের উদ্দেশ্যে অ্যাড আব্দুল্লাহ আল- আমিন বলেন, জুলাই অভ্যুত্থান চলাকালীন শহীদ হওয়া ভাই ও বোনদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ।ফতুল্লা থানার প্রতিনিধিদের অনুরোধ করবো আশেপাশের আহত এবং নিহত পরিবারের খোজ খবর রাখবেন। চিকিৎসার বা অর্থ সহায়তার প্রয়োজন হলে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাথে যোগাযোগের ব্যাবস্থা করবেন।এছাড়াও তিনি নিজেদের মধ্যে সম্প্রীতির সম্পর্ক বজায় রেখে স্থানীয় পযার্য়ে কর্মসূচি গ্রহণ করতে আহবান জানান।
পরিচিতি সভায় আরো উপস্থিত ছিলেন, নাইমুল খান রওনাক, রাফিদুর রহমান রিদয়, রায়হান শরিফ, ফজলে রাব্বি, শফিকুল ইসলাম সাদ, আজিজাহ তাসনিম, জোবায়ের মাহমুদ, শরিফ আকন্দ, তরিকুল ইসলাম রাকিব, রাশেদ তালুকদার, তানভীর রিশাদ,ফয়সাল আহমেদ,নাঈম তাসভির, আসিফ আহমেদ, আল মাহমুদসহ জাতীয় নাগরিক কমিটির ফতুল্লা থানার অন্যান্য প্রতিনিধিরা।