খোঁজ নিয়ে জানা যায়, বন্দরে পূর্ব হাজীপুর বটগাছিয়া বাড়ি মৃত শামসুদ্দিন মিয়ার ছেলে মনির হোসেন এর নামে হাজীপুর মৌজায় এস. এ- ৫৫ আর. এস – ১১৫ নং খতিয়ান ভুক্ত এস.এ- ১৬৮ ও আর.এস- ২২১ নং দাগে ১০ শতাংশ ভূমির মালিক ঐ মনির হোসেন এর নামে নাম জারি করে দেয় তার পিতা মৃত কাজী শামসুদ্দিন মিয়া। তার ই ধারাবাহিকতায় ভোগ দখল করে আর্সছে গত দেড় যুগ ধরে শান্তিপূর্ন ভাবে বসবাস করে আসছিলো।
কিন্তু হঠাৎ করে উওরাধিক সূত্রে শামছুদ্দিন রহমান এর ভাই মতিউর রহমানের মেয়ে জুলেখা,তার ছেলে মিলন,তার বোন জামাই, ফজল, রাজা মিয়া,রশিদ, খাদিজা,ফাতেমা তাসলিমা হনূফা প্রতি হিংসতায় মুখাপেক্ষী হয়ে ওয়ারিশ সূএে পাওয়া মনির এর ১০ শতাংশ সম্পত্তির উপর জোর পূর্বক ভাগ বসাতে চেষ্টা করছে।এ নিয়ে হাজীপুর পঞ্চায়েত কমিটি বহু বার বিচার শালিস করেও কোন সুরাহা দিতে না পারায় উক্ত পঞ্চায়েত কমিটি মসজিদের প্রেডে লিখিত ভাবে অপারগতা প্রকাশ করে তার পরিপেক্ষিতে গত নভেম্বর মাসের ১১তারিখ এ জুলেখা ও তার বোন ও বোন জামাই ভাগনারা সকলে মিলে জোর পূর্বক মনির এর সম্পত্তির উপর টিনের বেড়া দিয়ে বাড়ি নির্মাণ করিয়া রেখেছে। তাদের বাধা দিতে গেলে আমাদের উপর গালিগালাজ করে হিংস্র বাঘের মতো ঝাপিয়ে পরে।তাদের এই হিংস্র তা থেকে রক্ষা পেতে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। মনির এর স্ত্রী সুমা আক্তার।তাই উক্ত বিষয়টি আইনি মাধ্যামে ব্যাবস্থা গ্রহণ করার জন্য মাননীয় ভূমি উপদেষ্টা ও নারায়ন গঞ্জের ডি সি মহাদয় হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার।