র্যালী শেষে মহানগর বিএনপির সদস্য সচিব এড,আবু আল ইউসুফ খান টিপু বলেন, ৭ই নভেম্বর সম্রাজ্যবাদ, আধিপত্যবাদের পতন ঘটেছিল। শহীদ জিয়াউর রহমান গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন। ৭ই নভেম্বরের চেতনায় আমরা উদ্বুদ্ধ। তাই আজও সরযন্ত্র ও সকল ধরনের বাধা বিপত্তিকে অপেক্ষা করে আন্দোলন সংগ্রামে এখনও রাজপথেই আছি তৃনমূল নেতাকর্মীদের সাথে। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সপ্ন বাস্তবায়নে তারুণ্য অহংকার তারেক জিয়ার হাত কে শক্তিশালী করার জন্য ও তার দিকনির্দেশনা অনুযায়ী দলের হয়ে কাজ করে যাচ্ছি।
শনিবার (৩০শে নভেম্বর) নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আয়োজনে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্নাঢ্য ৱ্যালি শেষে এক সংক্ষিপ্ত বক্তব্য তিনি এসব কথা বলেন। বনার্ঢ্য ৱ্যালিটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাষাড়া হয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সামনে এসে শেষ করেন দলীয় নেতা-কর্মীরা।
এসময়ে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, মহানগর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট জাকির হোসেন, যুগ্ম আহবায়ক মনির খান, আনোয়ার হোসেন আনু, ফতেহ মোহাম্মদ রেজা রিপন,সদর থানা বিএনপির সভাপতি মাসুদুর রহমান মাসুদ, সাধারন সম্পাদক এড, এইচএম আনোয়ার প্রধান, মহানগর বিএনপির সদস্য এড, রফিক উদ্দিন ভূইয়া, ডাঃ মুজিবুর রহমান,মাকিদ মোস্তাকিন শিপলু, শাহেন শাহ,হাবিবুর রহমান দুলাল, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব মোঃ শাহেদ আহমেদ, মাজহারুল ইসলাম জোসেফ, সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
তিনি আরও বলেন, তারেক রহমান এই ফ্যাসিস্ট, স্বৈরাচারী হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করেছেন। সর্বশেষ ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছেন। ওই ফ্যাসিস্টদের পালাতে বাধ্য করেছে।
তিনি বলেন, আজ আমরা ৭ই নভেম্বররের চেতনায় বিএনপির সকল নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়েছি। আগামী দিনেও আধিপত্যবাদ, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। খুনি হাসিনার ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের লড়তে হবে। রাজনৈতিক অভিভাবক তারেক রহমানের নেতৃত্বে আমরা সকলেই রাজপথে থাকবো ইশাহআল্লাহ।