শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে ৩নং মৎস্যঘাট শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিল অনুষ্ঠিত তিন হাজার নিম্ন আয়ের মানুষের মাঝে জেলা যুবদলের ঈদ সামগ্রী বিতরণ ইসলামিক জ্ঞান ও কুইজ প্রতিযোগিতার পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত কারো উস্কানিতে পা দেওয়া যাবেনা -মাওলানা আবদুল জব্বার ফতুল্লায় রূপায়ণ টাউনে সন্ত্রাসী হামলায় মসজিদ খতিবসহ আহত ৩ প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করলেন সোনারগাঁয়ের আলিফ মাহমুদ ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল সদর-সিদ্ধিরগঞ্জে অভিযান, জরিমানা না’গঞ্জে হৃদম প্লাজা গ্রে থান কাপড় মালিক সমিতির ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত সোনারগাঁ থানা প্রেসক্লাবের ইফতার মাহফিল

আন্দোলনের সুযোগ নিয়ে কেউ যেনো সহিংসতা না করতে পারে  – এড, টিপু 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ১০৩ 🪪
চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ করেছে নারায়ণগঞ্জের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের নেতৃবৃন্দ। গতকাল রাত থেকে নগরীরতে দফায় দফায় বিক্ষোভ করেছে নেতাকর্মীরা। এদিকে এই বিক্ষোভকে কাজে লাগিয়ে যাতে কেউ নাশকতা-সহিংসতা না ঘটাতে পারে তাই সর্তক অবস্থানে আছে মহানগর বিএনপির নেতাকর্মীরা। 

গতকাল রাতেও সম্মিলিত সনাতনী জাগরণ জোটে ভক্তদের বিক্ষোভ মিছিল চাষাড়ায় অবস্থান নিলে পাশেই নেতাকর্মীদের সাথে নিয়ে দাড়িয়ে থাকতে দেখা যায় মহানগর বিএনপির সদস্য সচিব এড, আবু আল ইউসুফ খান টিপুকে ।

এ বিষয়ে মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু বলেন, বাংলাদেশের জনগনের অধিকার আছে আন্দোলন করার তারা তাদের দাবী নিয়ে আন্দোলন করতেই পারে এটা তাদের গনতান্ত্রিক অধিকার। তবে তাদের মাথার উপর কাঠাল রেখে, ভেঙে খেতে না পারে  আওয়ামীলীগের দোসররা। তিনি বলেন আমরা গতকাল দেখেছি ঐ আন্দোলনে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের অনেকেই সেখানে ছিলো।আমাদের হাই কমান্ডের নির্দেশ মতোই আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি এবং বিভিন্ন কর্মসূচি পালন করছি। দেশের পরিস্থিতি খারাপ হলে আমরা সব সময় সতর্ক অবস্থানে ছিলাম এবং তার চেয়ে ভবিষ্যতেও থাকবো। সম্প্রতি ইসকন যে দাবি নিয়ে রাজপথ আন্দোলন করছে। তারা আন্দোলন করুক আমাদের সমস্যা নেই।  আন্দোলন ব্যতীত অন্য কোন উদ্দেশ্য যাতে অন্য কেউ পূরণ করতে না পারে সেজন্য আমরা সতর্ক অবস্থায় গতকালও ছিলাম এবং আগামীতেও থাকবো। বিএনপির রাজনীতি করতে করতে প্রতিবাদ করতে শিখেছি। অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে সেটা যেই হোক। ইস্কন তাদের দাবি নিয়ে রাজপথে আন্দোলন করছে, তবে ইসকনের ব্যানারে যদি কোন ছাত্রলীগ যুবলীগ বা স্বৈরাচারের দোসর বিশৃঙ্খলা ঘটানোর চেষ্টা করে সেক্ষেত্র আমরা প্রতিহত করব ইনশাল্লাহ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102