এসময় তিনি হুঁশিয়ার করে বলেছেন, আমরা জানতে পেরেছি কিছু কুচক্রিমহল জাকির খান মুক্তি পরিষদের নাম বিক্রি করে বিভিন্ন অপকর্ম করছেন। সাবধান হয়ে যান। আমরা যদি আপনাদের নাম পরিচয় জানতে পারি, তাহলে কিন্তু আপনাদের বিরুদ্ধে আইনগত ও সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। তাই নাম পরিচয় জানার আগেই আপনারা এ অপকর্ম বন্ধ করুন।
বৃহস্হপতিবার (২১ই নভেম্বর) দুপুরে নগরীর সাবেক বিএনপির কার্য্যলয়ের সামনে এক সমাবেশে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমাদের নেতা খান সাহেব কড়াকড়ি নির্দেশ দিয়েছেন যদি কেই তার নাম ব্যবহার করে চাঁদাবাজী ও দখলবাজীসহ কোন অপকর্ম করে তাহলে তাকে এ সংগঠন থেকে বের করে দিতে। তিনি এসব কর্মকান্ড একদমই পছন্দ করেন না। বর্তমানে কিছু ব্যক্তি বিশেষের এমন কর্মকান্ডে তিনি অনেকটা বিব্রত। তিনি আমাকে বলেছেন, সবাইকে সাবধান করে দিতে। তাই আমি তার পক্ষ থেকে সবাইকে সাবধান করে দিচ্ছি, এজাকির খান মুক্তি পরিষদের নামে যদি কোন চাঁদাবাজী করা হয় বরদাস্ত করা হবে না। যদি সে আমার আপন ভাইও হয়, তাহলেও তাকে ছাড় দেয়া হবে না।’ বলে মন্তব্য করেছেন সংগঠনটির আহ্বায়ক সলিমুল্লাহ্ করিম সেলিম। তিনি হুঁশিয়ার করে বলেছেন, আমরা জানতে পেরেছি কিছু কুচক্রিমহল জাকির খান মুক্তি পরিষদের নাম বিক্রি করে বিভিন্ন অপকর্ম করছেন। সাবধান হয়ে যান। আমরা যদি আপনাদের নাম পরিচয় জানতে পারি, তাহলে কিন্তু আপনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তাই নাম পরিচয় জানার আগেই আপনারা এ অপকর্ম বন্ধ করুন।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা জাকির খান মুক্তি পরিষদের আহ্বায়ক সলিমুল্লা করিম সেলিম, সদর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ লিংকন খান, বিএনপি নেতা মোঃ আমিনুল ইসলাম, যুবদলের নেতা পারভেজ মল্লিক, কাঞ্জন আহমেদ,, মৎস্যজিবি দলের সাবেক আহবায়ক জিয়াউদ্দিন জিয়া, সহ প্রমুখ।