ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ডিউটি অফিসার এসআই মিলন বলেন, চুরির অপবাদ দিয়ে ছোট বাবু নামের একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তথ্য পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ ঘটনার অভিযুক্ত মিলন পলাতক আছে তবে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রী জোসনাকে থানায় এনেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।