কেন্দ্রীয় আমরা মোহামেডানের প্রধান উপদেষ্টা শিরীন হাবিব বলেছেন, আমার স্বামী (হাবিবুর রহমান হাবিব) তিনি ভালো মানুষ ছিলেন খেলাধুলা ভালোবাসতেন, তার পাশাপাশি অসহায় মানুষের পাশে দাড়াবার চেষ্টা করতেন। তাই আজকে তাকে এখনো সবাই মনে রেখেছেন। এখানে যারা উপস্থিত আছেন আমার থেকে আপনারা ভালো জানেন হাবিবুর রহমান হাবিব কেমন মানুষ ছিলেন।
তাই আমারা এই দুনিয়া ভালো কিছু করে গেলে মানুষ আমাদের মনে রাখবে।
আজ তারি একটি উদাহরণ হাবিবুর রহমান হাবিব কে আপনারা মনে রেখেছেন।
শুক্রবার ( ১৫ নভেম্বর) বিকালে নতুন আইল পাড়া ঈদগার মাঠে আমরা মোহামেডান ৮নং ওয়ার্ড শাখার আয়োজনে কেন্দ্রীয় আমরা মোহামেডান এর প্রতিষ্ঠাতা সভাপতি, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ক্রীড়া বিষয়য় সম্পাদক মরহুম হাবিবুর রহমান হাবিব স্মৃতি ডিগবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, আমি আপনাদের ধন্যবাদ জানাই আপনারা যারা এতো সুন্দর করে এই খেলার আয়োজন করেছেন।
যারা অংশগ্রহন করেছেন তাদের কেও ধন্যবাদ জানাই। এই ধরনের আয়োজনে আগামীতে আমি আপনাদের পাশে থাকার সেই অঙ্গিকার ব্যক্ত করছি।
কেন্দ্রীয় আমরা মোহামেডানের সাধারণ সম্পাদক ডি এইচ বাবুলের সভাপতিত্ব ও কেন্দ্রীয় আমরা মোহামেডানের যুগ্ম সম্পাদক আক্তার হোসেন পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
নারায়ণগঞ্জ জেলা বিএনপি সাবেক যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজিব, কেন্দ্রীয় আমরা মোহামেডানের উপদেষ্টা আলহাজ্ব মুজিবর রহমান, কেন্দ্রীয় আমরা মোহামেডানের সভাপতি খোরশেদ আলম নাসির, কেন্দ্রীয় আমরা মোহামেডানের সাংগঠনিক সম্পাদক মাসুদ আহমেদ চৌধুরী, কাশিপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মঈনুল হোসেন রতন , কেন্দ্রীয় আমরা মোহামেডানের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন, ৮নং ওয়ার্ড বিএনপি সাংগঠিনক সম্পাদক মোশারফ হোসেন, জাতীয় দলের সাবেক খেলোয়ার সুজন ভূঁইয়া, সোহেল রানা, তোফাজ্জল হোসেন, শিপন, সেলিম, আলমগীর হোসেন, শাহীন, জিসান, তন্ময় প্রমূখ।
পুরস্কার বিতরন শেষে মরহুম হাবিবুর রহমান হাবিবের রুহের মাগফেরাত কামনা ও সন্ত্রাসীদের হামলায় আহত সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবর হোসেনের সুস্থ্যতা কামনায় দোয়া করা হয়।