শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
অপহৃত দুই শিশুকে বরিশাল থেকে উদ্ধার করেছে পিবিআই ফ্যাসিস্ট হাসিনা সরকার দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে: গিয়াসউদ্দিন ব্যবসা দেওয়ার নামে, কোটি টাকা আত্মসাৎ, প্রতারক শাহিনের বিরুদ্ধে অভিযোগ জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকীতে না’গঞ্জ মহানগর  কৃষক দলের  বর্ণাঢ্য র‍্যালী মুদি দোকানের অন্তরালে মাদক ব্যবসা! নগরীর ৫ নং ঘাট এলাকায় শ্রমিক সংগঠনের অফিস ভেঙে ফেলায় উত্তেজনা নৌ-যান শ্রমিকদের কার্যালয়ের স্বার্থে বৃহৎ আন্দোলনে নামতে বাধ্য হবো- শোখন গোগনগরে ইসলামী মহা সম্মেলন অনুষ্ঠিত রোকেয়া দিবস উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদ, না’গঞ্জ জেলার আলোচনা সভা সমন্বয়ক।দের গাড়িতে হামলার ঘটনায় স্থানীয় দুই পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার

জাতীয় যুব দিবস উপলক্ষে ডিএনডি খাল পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ৬০ 🪪
দক্ষ যুবক গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ প্রতিপাদ্যে জাতীয় যুব দিবস উদযাপন কর্মসূচীর আওতায় খাল পরিষ্কারকরণ করা হয়েছে। 
শুক্রবার (১৫ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জালকুড়ি ডিএনডি খালের ৫০০ মিটার পরিষ্কার পরিছন্নতা কার্যক্রমের  শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক।
মানবিক মূল্যবোধে স্বেচ্ছাসেবী অগ্রগামী ও অগ্রগতি নিয়ে সামাজিক দায়বদ্ধতা থেকে বক্তব্য রাখেন মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া, পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন ও বিডি ক্লিনের জেলা সমন্বয়ক এস এম বিজয় সহ অন্যান্য।
খাল পরিচ্ছন্নতা অভিযানের সাথে সম্পৃক্ত সকলকে ধন্যবাদ জানিয়ে উপ-পরিচালক ই আ ম মাসুদ মজুমদার বলেন, জাতীয় যুব দিবস উপলক্ষে এ খাল পরিচ্ছন্নতা কর্মসূচি হাতে নিয়েছি। আমরা শুধু লোক দেখানোর জন্য একটি খাল পরিষ্কার করতে চাই না। সামাজিক সচেতনতায় মানবিক গুণাবলী নিয়ে মানবতার সেবায় সকলকে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানের উদ্বোধক জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক বলেন, পরিবেশ দূষণমুক্ত রাখতে জলাশয় পরিষ্কার রাখার কোন বিকল্প নেই। খাল পরিষ্কার করার পর যাতে আবার দূষিত না হয় এই বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে।
জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর নারায়ণগঞ্জ এর আয়োজনে মানব কল্যাণ পরিষদ, পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি এবং বিডি ক্লিনের সার্বিক সহযোগীতায় স্বেচ্ছাসেবকগণ পরিষ্কারকরণ কাজে অংশ নেয়। এছাড়াও স্বেচ্ছাসেবকদের উৎসাহ ও উজ্জীবিত করার লক্ষ্যে পাশে থেকে সহযোগীতায় ছিলেন মডেল গ্রুপের মনির হোসেন। এ সময় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে নেওয়া স্বেচ্ছাসেবকদের প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদান করেন রেড ক্রিসেন্ট সোসাইটির স্বাস্থ্য কর্মীরা।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102