বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন আওয়ামীলীগের চোরাগুপ্তা মিছিলের প্রতিবাদে নগরীতে জাকির খান অনুসারীদের বিক্ষোভ গাজায় নারী-শিশুসহ নৃশংস হত্যাযজ্ঞ বন্ধের দাবিতে মহিলা পরিষদ’র মানববন্ধন  ফতুল্লায় আওয়ামী লীগের তিন কর্মীকে ছাত্র-জনতা ধরে পুলিশে সোপর্দ নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে রূপগঞ্জ পুলিশ আরসা প্রধান ও ৫ সহযোগীকে রিমান্ড শেষে কারাগারে প্রেরণ সিদ্ধিরগঞ্জে গাঁজা ব্যবসায়ী গ্রেপ্তার, ১৬ কেজি গাঁজা উদ্ধার ১৮তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে না’গঞ্জ জেলা প্রশাসকের ব্যতিক্রমী উদ্যোগ ইসলামী ছাত্র আন্দোলন সরকারি তোলারাম কলেজ শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও শপথ অনুষ্ঠান সম্পন্ন রুপগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামী’র যাবজ্জীবন কারাদণ্ড

এনসিসি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর উদ্যোগে বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের আর্থিক সহায়তা প্রদান 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ২৫৭ 🪪
 বৈষম্য বিরোধী ছাত্র- জনতার সাথে সরকারি বাহিনীর গত জুলাই- আগষ্টে ঘটে যাওয়া গণঅভ্যুত্থান আন্দোলনে গুরুতর আহতদের এনসিসি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান ও সুচিকিৎসা সেবা ব্যবস্থা করা হয়।
সোমবার ৪ নভেম্বর বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘ন্যাশন ওয়াইড ক্যাডেট কোর’ (এনসিসি) ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক আফরিন আশরাফ এর সভাপতিত্বে ও আদনান তাহসান’র সার্বিক তত্ত্বাবধানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আর্থিক সহায়তা প্রদান ও সুচিকিৎসা সেবা ব্যবস্থা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক নারায়ণগঞ্জ মোহাম্মদ মাহমুদুল হক।
তিনি বক্তব্যে বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের শ্রদ্ধার সাথে স্মরণ করি। আপনারা জানেন বৈষম্য আন্দোলনে আহত- নিহতদের সকল প্রকার আর্থিক সহায়তা ও চিকিৎসার জন্য বর্তমান সরকার কাজ করছে। তাছাড়া সরকার জুলাই স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ইতিমধ্যে আহতদের আর্থিক সহায়তা প্রদান করছে। সরকারের কাছে নারায়ণগঞ্জের গুরুতর আহত মাহবুবের জন্য উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহায়তার চিঠি দিয়েছি।  সরকার আশ্বস্ত করেছেন সবসময় আহতদের পাশে থাকবে। জেলা প্রশাসক হিসেবে আমি যতটুকু সহায়তা দরকার আমরা করছি আর ভবিষ্যতে ও অব্যাহত থাকবে।
এ সময় ‘ন্যাশন ওয়াইড ক্যাডেট কোর’ (এনসিসি) ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর কোষাধ্যক্ষ সানজানা সেলিম বর্ষা ও আমন্ত্রিত নেতৃবৃন্দ নারায়ণগঞ্জের বৈষম্য আন্দোলনে গুরুতর আহত প্রায় ১৩ জনকে আর্থিক সহায়তা প্রদান করে। তাছাড়া আহতদের উন্নত সুচিকিৎসার জন্য রাজধানী ঢাকায় বিভিন্ন হাসপাতালে ভর্তি করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। সংগঠনের পক্ষ হতে ভবিষ্যতেও এই ধরনের আর্থিক সহায়তা প্রদান ও সুচিকিৎসার সেবা ব্যবস্থা অব্যাহত থাকবে বলে জানান নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নারায়ণগঞ্জের নেতৃবৃন্দ, সাধারণ ছাত্র-ছাত্রী প্রতিনিধি উপস্থিত ছিলেন।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102