বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ব্যবসা দেওয়ার নামে, কোটি টাকা আত্মসাৎ, প্রতারক শাহিনের বিরুদ্ধে অভিযোগ জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকীতে না’গঞ্জ মহানগর  কৃষক দলের  বর্ণাঢ্য র‍্যালী মুদি দোকানের অন্তরালে মাদক ব্যবসা! নগরীর ৫ নং ঘাট এলাকায় শ্রমিক সংগঠনের অফিস ভেঙে ফেলায় উত্তেজনা নৌ-যান শ্রমিকদের কার্যালয়ের স্বার্থে বৃহৎ আন্দোলনে নামতে বাধ্য হবো- শোখন গোগনগরে ইসলামী মহা সম্মেলন অনুষ্ঠিত রোকেয়া দিবস উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদ, না’গঞ্জ জেলার আলোচনা সভা সমন্বয়ক।দের গাড়িতে হামলার ঘটনায় স্থানীয় দুই পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার খেলার মাঠ, পার্ক ও উন্মুক্ত স্থানের গাইড লাইন বিষয়ক আলোচনা সভা সোনারগাঁ উপজেলা আ.লীগের সভাপতি অ্যাড. সামসুল ইসলাম ভূঁইয়া গ্রেপ্তার

দেওবন্দের রাজনীতি ঈমানের ধারা হিসেবে আমি ধারন করি — মুফতি মুনির হোসাইন কাসেমী 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ৫৫ 🪪
জমিয়তে  উলামায়ে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি ও হেফাজত ইসলাম বাংলাদেশের জেলার সভাপতি মুফতি মুনির হোসাইন কাশেমী বলেন, আমরা বলে থাকি আমরা দেওবন্দি। দেওবন্দি শুধুমাত্র একটি লেখাপড়া করার প্রতিষ্ঠানের নাম নয়। দেওবন্দি লেখাপড়ায় যে চর্চাকরায়, আমি সেই চর্চা করি। দেওবন্দি যে পীর মুরিদের আমিও সেই চর্চা করি। দেওবন্দ ডে দাওয়াতে তবলীগের কাজ করে, সেই দাওয়াতে তবলীগের কাজ আমি করি, বিশ্বাস করি, ভালোবাসি এবং কর্মের মধ্যে তা ধারণ করি। দেওবন্দ যে রাজনীতির প্রচলন করেছে সেই রাজনীতি আমার হৃদয়ে সব সময় ঈমানের ধারা হিসেবে আমি ধারণ করি, সেই রাজনীতির একজন কর্মী হিসেবে নিজের মধ্যে ধারণ করি।

 

রবিবার (৩রা নভেম্বর) বিকাল ৩টায় নগরীর আলী আহম্মদ চুনকা পাঠাগার ও মিলনায়তনে, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ’র নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার আয়োজনে শাইখুল হিন্দ কনফারেন্স  অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে  তিনি এসব কথা বলেন।

মুনির হোসাইন কাশেমী বলেন, সার্বিক ইসলামের কাজ জমিয়তে ওলামায়ে ইসলাম করে যাচ্ছে। আমি জমিয়ত এই জন্য করি যেখানে  শরিফুল ইসলাম মাদানি (র), মুফতি আজম ওবায়দুল্লাহ সাহেব করে বলে আমি জমিয়ত করি। জমিয়ত মাটি ও মানুষের কথা বলে। সাধারণ মানুষ ও জনগণের হকের কথা বলে। নারায়ণগঞ্জের মানুষ বঞ্চিত মানুষ, তারা নিজেরা বলতে পারে না। কারণ তারা বঞ্চিত। নারায়ণগঞ্জের যে শিল্প কলকারখানা আছে, শুধু এই নারায়ণগঞ্জের ট্যাক্স দিয়ে নারায়ণগঞ্জকে একটা সিঙ্গাপুর বানানো যায়। কিন্তু আমাদের এখানে ৫মিনিটের রাস্তা আসতে ২৫ মিনিট সময় লাগে। এই অধিকার বঞ্চিত মানুষের অধিকার বুঝিয়ে দেয়ার জন্য আমি জমিয়তে ইসলাম করি। আগামী নির্বাচন হবে, সেই নির্বাচনে আমিই একমাত্র মুখ নই। নারায়ণগঞ্জে অনেক প্রতিভাবান নেতৃত্ব আছে। তাদের যে কোন জায়গায় দাড় করালে আমাদের বন্ধু সংগঠনগুলোর সহযোগীতা নিবো, তাদের সহযোগীতা দিবো। এই দেশটাকে ইনশাআল্লাহ ইসলামী দেশ বানিয়ে ছাড়বো।

এ সময় আরও বক্তব্য রাখেন  জমিয়াতে উলামায়ে ইসলামের মহাসচিব শাইখুল হাদিস আল্লামা মনজুরুল ইসলাম আফেন্দি, সহ-সভাপতি শাইখুল হাদিস আল্লামা আব্দুর রব ইউসুফী ও খতিবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবিব, কেন্দ্রীয় অর্থ সম্পাদক জাকির হোসেন কাসেমী, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা তৈয়ব আল হুসাইন ও মাওলানা মুফতি জাবের কাসেমী, জেলা জমিয়াতে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান, মুন্সিগঞ্জ জমিয়াতে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক শায়খুল হাদিস আল্লামা বশির আহমেদ, মাধবদী আহলে সুন্নাত ওয়াল জামিয়াত পরিষদের সভাপতি মুফতি শামুল হক উজানী, কাশিপুর মাদ্রাসার মুহতারিম মাওলানা মুফতি আব্দুস সবুর, জমিয়তে উলামায়ে ইসলামের নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি কামাল উদ্দিন দায়েমী, হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা তাজুল ইসলাম, মাওলানা মিজানুর রহমান, মুফতি মনিরুজ্জামান, মোঃ আনোয়ার হোসেন, মাওলানা গিয়াসউদ্দিন, মোঃ রুহুল আমিন সহ প্রমূখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102