মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
না’গঞ্জে কোনো জনপ্রতিনিধি না থাকায় সাধারণ মানুষ প্রশাসনের উপর নির্ভরশীল ফতুল্লায় ১২ দফা দাবিতে আরএন নীট টেক্সটাইল লিমিটেডের শ্রমিকরা সড়ক অবরোধ জাতীয়তাবাদী প্রজন্ম দলের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়ার মাজারে না’গঞ্জ নেতাদের শ্রদ্ধা আরপিএসইউতে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে সদর থানা যুবদলের শীতবস্ত্র বিতরণ নির্বাচনি প্রচারনায় ভোটারদের দোয়া ও ভোট চাইলেন – আবুল বাশার বাসেত  বিএনপি নেতা এস. আলম রাজীবের উদ্যেগে শহীদ জিয়ার জন্মবার্ষিকী পালন জিয়ার জন্ম নাহলে খালেদা জিয়ার মতো আদর্শ নেত্রী পেতাম না – এ্যাড, টিপু  সাবেক বিএনপি নেতা নুরুল ইসলাম সরদারের সুস্থ্যতা কামনায় দোয়া অনুষ্ঠিত মাস্টার টেক্সটাইল চালু ও পাওনা পরিশোধের দাবি শ্রমিকদের

না’ গঞ্জে ছাত্রদের ওপর হামলাকারী হকার নেতা আসাদ আটক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ১৩৫ 🪪

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে ছাত্র জনতার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর অস্ত্র নিয়ে হামলা চালানো হকার্স লীগের নেতা আসাদুল ইসলাম আসাদকে (৪৫) আটক করেছে র‍্যাব-১১।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) জেলার রূপগঞ্জের গাউছিয়া এলাকা থেকে তাকে আটক করে র‍্যাব।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব ১১ এর এএসপি সনদ বড়ুয়া।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসাদ জানান, তিনি নিজেকে নারায়ণগঞ্জ মহানগরের হকার সংগ্রাম পরিষদের আহ্বায়ক ও নারায়ণগঞ্জ মহানগর হকার লীগের সাংগঠনিক সম্পাদক পদ পেলেও কয়েক বছর আগেও সে সড়কের ফুটপাতে হকারি করতো।

এক সময় আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের সঙ্গে সখ্য তৈরি করে সে হকারদের নেতা হয়ে যায়।
২০১৮ সালে সিটি করপোরেশনের ও প্রশাসনের ফুটপাত হকারমুক্ত করার যৌথ উদ্যোগের বিরোধীতা করে আন্দোলন করা নেতাদের অগ্রভাগে ছিল সে।

একই বছরের ১৬ জানুয়ারি হকার মুক্ত সড়ক ইস্যুকে কেন্দ্র করে হকারদের নিয়ে হামলা করে জনগণ, সাংবাদিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য’সহ অর্ধশতাধিক ব্যক্তি আহত করে।
২০২১ সালের ৯ মার্চ ফুটপাতে বসার দাবিতে বিক্ষোভ করে হকাররা।

ওই সময় হকারদের নেতৃত্ব দেয় আসাদ। ওইদিন বিকেলে সড়কে আগুন দিয়ে যানবাহনে ভাঙচুর চালায় হকাররা। বাধা দিলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। ওই ঘটনায় পুলিশের ওপর হামলা, অস্ত্র লুটের চেষ্টা, যানবাহন ভাঙচুর ও সড়কে আগুন দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে গ্রেপ্তার হয় আসাদ। একই বছরের ১৪ অক্টোবর ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে তর্কের জেরে খুন হন ১৮ বছর বয়সী তরুণ জোবায়ের হোসেন। ওই তরুণও ফুটপাতে হকারি করতো। তাকে পিটিয়ে ও ছুরিকাঘাতে খুন করা হয়। ওই হত্যা মামলারও আসামি এ আসাদ। পরে নিহত জুবায়েরের পরিবারকে মামলা তুলে নিতে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। নিহত জুবায়েরের মা মুক্তা বেগম এ ঘটনায় থানায় আরও একটি অভিযোগ দায়ের করেন।
জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, নিজেকে হকার নেতা বলে পরিচয় দেওয়া আসাদুল ইসলাম ওরফে আসাদ নারায়ণগঞ্জের চাষাড়া এলাকায় মূলত চাঁদাবাজি করে বেড়ায়। ওই এলাকার সড়কের ফুটপাতে বসতে হলে আসাদকে দৈনিক চাঁদা দিতে হয়। এ চাঁদার একটি অংশ ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতাদের কাছে পৌঁছে দিত আসাদ।
আটক আসামির বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102