সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলার মানুষ আর জয়বাংলা শ্লোগান শুনতে চায় না-এ্যাড, টিপু  না’গঞ্জের ৮ দফা দাবীতে পিএম গার্মেন্টস’র শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করতে না’গঞ্জ মহানগর বিএনপি’র বিক্ষোভ  না’গঞ্জ প্রেসক্লাবের সদস্য সুমন মাহবুবের মৃত্যুতে জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দিনের শোক বাস ভাড়া কমানোর দাবিতে নারায়ণগঞ্জে মশাল মিছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সোনারগাঁ শম্ভুপুরা ইউনিয়নে আলোচনা সভা জুলাইয়ের গনআন্দোলনে দেশের ছাত্র-জনতা প্রান দিয়েছে কোন বিশেষ দল নয়  –তানিয়া রব  বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ এর মাসিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের ২০২৫-২০২৬ সেশনের আমীরের শপথ সম্পন্ন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের ২০২৫-২০২৬ সেশনের আমীরের শপথ সম্পন্ন

র‌্যাবের হাতে বক্তাবলীর রশিদ মেম্বার আটক 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ১১৭ 🪪

র‌্যাবের হাতে বক্তাবলীর রশিদ মেম্বার আটক

ডেইলি  নারায়ণগঞ্জ ডট কম : চট্টগ্রামে র‌্যাবের এক বিশেষ অভিযানে নারায়নগন্জ জেলার বক্তাবলী এলাকার রশিদ মেম্বার (৫০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে ।

সোমবার (২১ই অক্টোবর) চট্টগ্রামের সীতাকুন্ড থানার ফৌজদারহাট বাইপাস মোড় এলাকায় র‌্যাব-১১ ও র‌্যাব-৭ যৌথ অভিযানে তাকে আটক করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যার চেষ্টা সহ একটি নাশকতা মামলার আসামি হিসেবে তাকে আটক করা হয়েছে । 

আটককৃত রশিদ মেম্বার হলেন ফতুল্লা বক্তাবলী গোপালনগর এলাকার আজগর আলীর ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় র‌্যাব-১১, নারায়ণগঞ্জ ও র‌্যাব-৭, চট্টগ্রাম এর যৌথ আভিযানে ছাত্র আন্দোলনের নাশকতা ও হত্যা চেষ্টা মামলার এজাহারনামীয় পলাতক আসামী রশিদ মেম্বর (৫০)কে আটক করা হয়েছে।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী রশিদ মেম্বর দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন অঞ্চলে নাশকতা কার্যক্রম চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় গত ১৯ জুলাই ফতুল্লা থানার দেলপাড়া এলাকায় ছাত্র আন্দোলনের ডাকে দিন ব্যাপী শান্তিপূর্ণ কর্মসূচি চলছিল। উক্ত কর্মসূচিকে প্রতিহত করার লক্ষ্যে ধৃত আসামী রশিদ মেম্বর (৫০)’সহ তার অন্যান্য সহযোগীরা তাদের হাতে থাকা ককটেল, রামদা, লোহার রোড সহ অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আন্দোলনকারী নিরীহ ছাত্র-জনতার উপর অতর্কিত হামলা, ককটেল বিস্ফোরণ এবং গুলি বর্ষণ করে। উক্ত ঘটনায় অনেক নিরীহ ছাত্র ককটেল, দেশীয় অস্ত্র ও গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে। এ মামলায় অন্যান্য আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102