প্রতি বছরের ন্যায় চাষাড়া হযরত সাত্তার শাহ দরবার শরীফে বড় পীরের ১১ দিন ব্যাপী ৬২ তম ওরশ মোবারক পালিত হয়েছে।
গত সোমবার ১৪ অক্টোবর থেকে বড় পীর আব্দুল কাদের জিলানীর নামে ওরশ মোবারক শুরু হয়েছে। যা চলবে আগামী ২৪ অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত।
এ উপলক্ষে প্রতিদিন বাদ মাগরিব নেওয়ার বিতরণ বাদ এশা মিলাদ ও দোয়া রাত দশটায় ফাতেহা ও জিকির রাতে নেওয়াজ বিতরণ করা হয়।
হযরত সাত্তার শাহ (রাঃ) মাজারে গদ্দীনিশিনশীল পীর কেবলা আলহাজ্ব খাজাশাহ মোঃ সুলতান খান আল কাদরী ওয়াল চিস্তি।