ফতুল্লা থানার পশ্চিম মাসদাইর পুলিশ লাইনে অবস্হিত মনিরা নীট এ্যাপারেলস লিঃ এ অবিলম্বে সরকার ঘোষিত নিম্নতম মজুরি বাস্তবায়ন, ০৭ কর্মদিবসের মধ্যে বেতন পরিশোধ, সবেতনে মাতৃত্বকালীন সুবিধা প্রদান সহ ১২ দফা দাবি বাস্তবায়ন করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ১৬ অক্টোবর ) সকাল নগরীর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, সহসভাপতি ও গাবতলি পুলিশ লাইন শিল্পাঞ্চল শাখার সভাপতি হাসনাত কবির, সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি রুহুল আমিন সোহাগ, কাঁচপুর শিল্পাঞ্চল শাখার সহসভাপতি আনোয়ার খান সহ কারখানার শ্রমিক সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ।