নারায়ণগঞ্জের আড়াইহাজারে পৃথক পৃথক অভিযোগে দুই আওয়ামীলীগ নেতাকে গ্রেফতার করেছে র্যাব-১১ এবং পুলিশ।
সোমবার দিবাগত রাতে তাদেরকে নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়। এর মধ্যে উপজেলার সদর পৌরসভার দিঘিরপাড়া এলাকার মৃত. হান্নানের ছেলে রাজু (২৫) কে তার নিজ বাসা থেকে গ্রেফতার করেছে র্যাব-১১ এর একটি দল। তাকে উপজেলার বালুয়াকান্দী এলাকার শফিক হত্যা মামলার আসামী হিসেবে গ্রেফতার করা হয়। সে একজন আওয়ামীলীগ সমর্থ ক বলে জানা গেছে।
অপরদিকে আড়াইহাজার পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমানকে তার গাজীপুরা গ্রামের বাসা থেকে গ্রেফতার করেছে থানা পুলিশ। তাকে অপর একটি মামলায় গ্রেফতার দেখিয়ে উভয়কে বুধবার সকালে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে বলে আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান