তিনি আরও বলেন, এখানে শুধু হিন্দু নয় অনেক মুসলিম ভাইয়েরা এসেছেন। আজ এখানে নিরাপত্তায় বিজিবি ৱ্যাব, পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস ,মেডিকেল টিম সহ যারা যারা দায়িত্বে ছিলেন সকলের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করছে। এই পাঁচ দিন নিরাপত্তা স্বার্থে আমার পুলিশ ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করেছেন। এখানে রাজনৈতিক ভাইয়েরা বসে আছেন, এবারের পূজো নির্বিঘ্নে করার জন্য তারা যে সহযোগিতা করেছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞ।
এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাকিব আল রাব্বি, অতিরিক্ত জেলা পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) চাইলাউ মারমা, অতিরিক্ত জেলা পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তরিকুল ইসলাম, মহানগর বিএনপির আহ্বায়ক এ্যাড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এ্যাড. আবু আল ইউসুফ খান টিপু, ইসলামি আন্দোলন বাংলাদেশ নারায়নগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, জেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি সাংবাদিক শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিপন সরকার শিখন, মহানগরের সভাপতি বিষ্ণুপদ সাহা,সাধারণ সম্পাদক সুশীল দাস, উপদেষ্টা পরিতোষ সাহা,বাসুদেব চক্রবর্তি সাবেক কাউন্সিলার অসিত বরণ বিশাল, সহ প্রমূখ ।