নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান এর দিকনির্দেশনায় শারদীয় দুর্গো উৎসব উপলক্ষে নগরীর বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন জাকির খান মুক্তি পরিষদের নেতৃবৃন্দ ও বিএনপি”র দলীয় নেতা-কর্মীরা।
শনিবার (১২ই অক্টোবর) রাতে জাকির খান মুক্তি পরিষদ কতৃক আয়োজিত নগরীর বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করে এ কর্মসূচী পালন করেছে তারা।
পুজা মন্ডপ পরিদর্শন কালে জাকির খান মুক্তি পরিষদের আহ্বায়ক সলিমুল্লা করিম সেলিম বলেন নারায়ণগঞ্জে অতান্ত্য শান্তিপূর্ণ ভাবে হিন্দু সম্প্রাদায়ের ভাইবোনেরা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে তাদের ধর্ম পালন করেছে। আজকে জাতি হিসেবে আমরা গর্বিত, কেননা অনেক বছর পর আমরা পারাপ্রতিবেশি, বন্ধু বান্ধব, বিএনপির নেতাকর্মী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও এ উৎসব উপলক্ষে শান্তি শৃঙ্খলা রক্ষায় কাজ করছেন হিন্দু সম্প্রদায়ের সাথে মিলে মিশে। যার কারনে এ-ই উৎসবে একটা মিলন মেলায় আমরা সকলেই আবদ্ধ হয়েছি।
এসময় তারা নিতাইগন্জ শ্রী শ্রী বলদেব জিওর আক্ষরা মন্দির, কাচারীগল্লি জমিদারবাড়ী মন্দির, ঋষিপাড়া মন্দির সহ বেশ কয়েকটি মন্দির পরিদর্শন হিন্দু সম্প্রাদয়ের কাছে দেশনত্রী বেগম খালেদা জিয়া ও সাবেক ছাত্রদলের সভাপতি জাকির খান এর রোগ মুক্তি কামনায় প্রার্থনা করার জন্য বিশেষ অনুরোধ জানান সকলের প্রতি। এসময় উপস্থিত ছিলেন শ্রী শ্রী বলদেব জিওর মন্দির কমিটির সভাপতি জয় কে রায় চৌধুরী, উপদেষ্টা শংকর কুমার সাহা, মহয়মগর যুবদলের নেতা মাজহারুল ইসলাম জোসেফ, বিপুল দাস, বিএনপি নেতা মোঃ রাজিব, আক্তার হোসেন সহ প্রমূখ। বলদেব জিওর আক্ষরা মন্দিরে পরিদর্শনের পর। মন্দির কমিটি তাদের কে উত্তরীয় পরিয়ে দিয়ে সম্মানিত করে আপ্যায়িত করা হয় ।