শনিবার (১২ই অক্টোবর) বিকেল ৫টায় নারায়নগন্জ নগরীর চাষহাড়া শহীদ মিনারে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কতৃক আয়োজিত এই সমাবেশ অনুষ্ঠিত হয় ।
নারায়ণগঞ্জ মহানগর ছাত্র মজলিসের সভাপতি শরিফ মাহমুদদের সভাপতিত্বে ও জেলা সভাপতি তৌফিক বিন হারিছের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ রায়হান আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ন মহাসচিব এ বি এম সিরাজুল ইসলাম মামুন, এসময় তিনি অন্তর্বতিকালিন সরকারের উদ্দেশ্য বলেন ছাত্র জনতা আপনাদের যে দায়িত্ব দিয়েছেন তার বাস্তবায়ন করুন। দেশের জনগন আপনাদের উপর আস্হা রেখে নতুন বাংলাদেশের সপ্ন দেখছে। আপনাদের সু ইস্পট ঘোষণা শুনতে চায়, এ জাতি দেখতে চায় স্বৈরাচারের দোসরদের বিচার।
তিনি আরও বলেন পৃথিবীর সমস্ত আন্দোলনে গরীব মানুষরাই জীবন দিয়েছে। আপনারা বলেছেন সংস্কারের কথা সেটা দরকার আছে।কিন্তু যারা আন্দোলনে পঙ্গুত্ব বরণ করেছে তাদের চিকিৎসা করুন এবং শহীদদের দায়িত্ব গ্রহন করুন। আপনারা কি করছেন? যারা ছাত্র জনতার উপর গুলি চালিয়ে ছাত্রজনতার জীবন কেরে নিয়েছে তাদের কে দ্রুত বিচারেরর আওতায় আনুন। নাঃগন্জ নগরীর যানজোট প্রসঙ্গে জেলার দায়িত্ব প্রাপ্ত জেলা প্রশাসক ও পুলিশ সুপারের প্রতি আহবান জানিয়ে বলেন দ্রুত নগরীর যানজট নিরসন এবং নিত্যপ্রোজনিয় দ্রব্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করার ব্যাবস্হা নিন।
খেলাফত মজলিসের জেলা ও মহানগর নেতৃবৃন্দে মধ্যে বক্তব্য রাখেন মুহাম্মদ মিজানুর রহমান, মুফতি শেখ সাব্বির আহামেদ, মুফতি আব্দুল গনী, খন্দকার মোঃ ইউনুস, প্রভাষক মাইদুল ইসলাম, ইলিয়াস আহমেদ, এমদাদুল হোক, কামরুল হাসান পায়েল, হাফেজ কবির হোসাইন, হাফেজ মুহাম্মদ আওলাদ, ডাঃ মোতাহার হোসাইন, সহ প্রমুখ।