সার্বজনীন সম্প্রীতি চিরন্তন ও অম্লান।
জাতীয়তাবাদী যুবদল নারায়ণগঞ্জ মহানগরীর অন্তর্গত বিভিন্ন ওয়ার্ডের পূজা মণ্ডপ ও মন্দির প্রদর্শন করেছেন মাজহারুল ইসলাম জোসেফ।
শুক্রবার ১১ অক্টোবর রাতে তিনি নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ ডালপট্টি তামাকপট্টি বিভিন্ন মন্দির পরিদর্শন করে।
মাজহারুল ইসলাম জোসেফ এর নির্দেশে শান্তি, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় ৩৭ টিম কাজ করেছেন। স্বতঃস্ফূর্ত ভাবে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সার্বিক সহযোগিতায় শারদীয় দুর্গোৎসব পালিত হচ্ছে।
যুবদল নারায়ণগঞ্জ মহানগরের নেতৃবৃন্দের সার্বিক তত্ত্বাবধানে বিনা মূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করা সহ বিভিন্ন পর্যায়ে অতন্ত্র প্রহরীর কাজ করছেন। তিনি সার্বিক কার্যক্রমে সহায়তা করার জন্য হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ সহ সকল শুভাকাঙ্ক্ষী কে কৃতজ্ঞতা প্রকাশ করছি। যুবদলের প্রতিটি টিমের দল নেতা ও সকল সদস্যদের অক্লান্ত পরিশ্রম করে যে নজির স্থাপন করেছে এর জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। সিদ্ধিরগঞ্জ ও বন্দর যুবদল নেতৃবৃন্দ কে ও জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। দুষ্টের দমন শিষ্টের লালন ই হোক আমাদের দৃঢ় প্রত্যয় ও অঙ্গীকার ।
সকল সম্প্রদায়ের সকলের সার্বিক কল্যাণ ও অগ্রগতি কামনা করছি।