শুক্রবার (১১ই অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে শঙ্খ, ঘণ্টা ও উলুধ্বনির মধ্য দিয়ে জাঁকজমকভাবে ধর্মীয় রীতি অনুসরণ করে দুর্গা দেবীকে কুমারী রূপে অর্ঘ্য প্রদান করা হবে। দূর দূরান্ত থেকে অনেকেই এতে অংশগ্রহণ করবেন।
এবছর মিশনপাড়ার রামকৃষ্ণ মিশন আশ্রমে আয়োজিত কুমারী পূজায় কুমারীর আসনে বসবে ৭ বছরের সুনন্দা চক্রবর্তী। তাকে দুর্গা প্রতিমার দেবীজ্ঞানে পূজা করা হবে।
সুনন্দা চক্রবর্তী নবাব সিরাজদৌল্লা রোডের নারায়ণগঞ্জ হাই স্কুল হাইস্কুলের শিশু শ্রেণির ছাত্রী। নগরীর বংশাল রোডের সঞ্জয় চক্রবর্তী এবং দিপাণ্বিতা চক্রবর্তীর মেয়ে সুনন্দা।
সনাতনী শাস্ত্র অনুযায়ী, কুমারী হচ্ছে শুদ্ধতার প্রতীক। দেবী দুর্গার আরেক নাম কুমারী। এ পূজার মাধ্যমে স্বয়ং মা দুর্গা মানুষের ভেতরে বিকশিত হন। এ কুমারী পূজার জন্য সৎ বংশজাত গোলককন্যা একজন বালিকাকে নির্বাচিত করা হয়।