শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল সদর-সিদ্ধিরগঞ্জে অভিযান, জরিমানা না’গঞ্জে হৃদম প্লাজা গ্রে থান কাপড় মালিক সমিতির ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত সোনারগাঁ থানা প্রেসক্লাবের ইফতার মাহফিল নিম্ন আয়ের মানুষের মাঝে রেজা রিপনের ঈদ সামগ্রী বিতরণ ফতুল্লায় বেগম জিয়ার সুস্থতা কামনায় জেলা ছাত্রদলের দোয়া ও ইফতার মাহফিল  দেশের কল্যাণে সকল ছাত্র সংগঠনকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান  – হাফেজ ইসমাইল বুবলী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে হতদরিদ্র ও শ্রমজীবিদের মাঝে ইফতার বিতরণ স্নানউৎসবের প্রস্তুতি সভায় উত্তেজনায় ডিসি ও পুলিশ সুপার এর বিরক্তি প্রকাশ সিদ্ধিরগঞ্জে বেগম খালেদা জিয়া রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল

স্ত্রীর পরকিয়ায় দিশোহারা স্বামী নিরঞ্জন বর্মন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ১৫৮ 🪪
স্ত্রীর পরকিয়ায় দিশোহারা স্বামী নিরঞ্জন বর্মন। এমনই সংবাদে শহরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়- নারায়ণগঞ্জ নগরীর নিতাইগঞ্জ এলাকার সেলিম মিয়ার ভাড়াটিয়া নিরঞ্জন বর্মন’র স্ত্রী মনি বর্মন’র পরকিয়ার খবর। বেশ কয়েক বছর পূর্বে মনি বর্মন ২নং কাচারি গল্লি এলাকার হাজী রিপন’র কর্মচারীর সাথে প্রতি রাতে তারা মুঠোফোনে আলাপ করতে থাকে। স্বামী নিরঞ্জন বর্মন টের পেয়ে তাকে কথা বলতে নিষেধ করেন। কিন্তু মনি বর্মন স্বামীর কথা না শুনে রাতের পর রাত কথা বলে এবং সমিতির কাজে মনি বর্মন বের হয়ে উক্ত পরকিয়া প্রেমিকের সাথে বিভিন্ন স্থানে সময় কাটাতে থাকে। একসময় স্বামীর হাতে ধরা খাওয়ার পর স্বামী নিরঞ্জন বর্মন তাকে মারধর করেন। এমনকি এসিড নিক্ষেপ করলেও বেঁচে যায় মনি বর্মন। পরবর্তিতে এ অবস্থা দেখে উক্ত পরকিয়া প্রেমিক পালালেও নতুন আরেক পরকিয়া প্রেমিক এসে জুটেছে। মাছুয়া বাজার এলাকার নাজির মিয়ার পুত্র সুমন’র সাথে পরকিয়ায় জড়িয়ে পরেছে বলে অভিযোগ উঠেছে।
পরকিয়া করে সুমন মনি বর্মনকে দিয়ে পতিতা ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে সূত্র দাবী করে। সমুন ইতিপুর্বে পাইকপাড়া এলাকার মৃত ভিসা মিয়ার মেয়ে রেহেনা আক্তার পরে মাহমুদ নগর এলাকার আরেক বিয়ে ও জালকুড়িতে বিবাহ করে কন্যার পক্ষ থেকে অনেক অর্থ কড়ি নিয়ে তাদের পিত্রালয়ে পাঠানোর অভিযোগ রয়েছে।
অভিযোগে আরো জানা যায়- সুমন’র উক্ত তিন স্ত্রী দিয়ে দেহ ব্যবসা করাতে চাইলে তারা সুমনকে ত্যাগ করে চলে যায়। সুমন’র বিরুদ্ধে জুয়া ও পতিতা ব্যাবসার অভিযোগও রয়েছে। এলাকাবাসী মনি বর্মন ও সুমনকে আইনের আওতায় আনার দাবী।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102