মঙ্গলবার (১লা অক্টোবর) নগরীর গলাচিপায় শ্রী শ্রী রামকানাই জিউর আখরায়, আসন্ন শারদীয় দূর্গাপূজা উৎযাপন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি এবং জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের যৌথ মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা বলতে পারছেন স্বাভাবিক ভাবে পূজা উদযাপন করছেন কিন্তু আমরা বলতে পারছি না। কারণ আমরা ভীত-সংকিত অবস্থায় আছি। প্রতি স্বৈরাচার হিন্দু সম্প্রদায়কে ব্যবহার করে, হিন্দু সম্প্রদায়ের অনুষ্ঠানে আঘাত হেনে, ধর্মীয় উপাসনালয় আঘাত এনে তাদের রাজনৈতিক স্বার্থকে হাসিল করার জন্য চেষ্টা করেছে। আর এগুলার দোষ চাপানো চেষ্টা করেছে আমরা যারা তাদের পূর্বের বিরোধী ছিলাম, তাদের উপর। আপনারা নিশ্চিন্তে পূজা উদযাপন করবেন, কিন্তু আমরা ভীত, এই হিন্দু সম্প্রদায়কে দিয়ে তারা অনেকদিন রাজনীতি করেছে। অতীত স্বৈরাচার যে কোন অঘটন ঘটাবে না আর এই ঘটনার দায়ভার অন্যদের উপর ফালাবে না সেটা কিন্তু বলা যাচ্ছে না। এই জন্য আমরা ভীত আছি। কিন্তু আপনাদের ভীত হওয়ার কোন কারণ নাই, কেননা আপনারা আজকে নিরাপদ। আপনাদের ব্যবহার করার জন্য আমরা রাজনীতিবীদরা আসি না। আপনাদের ব্যবহার করবো না, আপনারা যাকে খুশি ভোট দিবেন। এটা আপনাদের গণতান্ত্রীক অধিকার, এই অধিকারকে সম্মান করে বিএনপি।
তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করে আমাদের একটা আদর্শ উপহার দিয়ে গেছে, দেশপ্রেম ও দেশের মানুষের কল্যাণে কাজ করা। যেখানে কোন ধর্ম বর্ণ নাই, যে দেশ সকলের জন্য।
এসময় মতবিনিময় সভায় জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা শংকর কুমার দে’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিপন সরকার শিখন ও মহানগরের সাধারণ সম্পাদক শুশিল কুমার দাস এ-র সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন – বিএনপির কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহম্মেদ টিটু, নজরুল ইসলাম আজাদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, মহানগর বিএনপির আহ্বায়ক এ্যাড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এ্যাড. আবু আল ইউসুফ খান টিপু,সাবেক যুগ্ম আহবায়ক মাশি কুল ইসলাম রাজিব, বিএনপির নেতা মাসুদুর রহমান মাসুদ,এ্যাড এইচ এম আনোয়ার হোসেন প্রধান,মাজহারুল ইসলাম হিরন, মাজহারুল ইসলাম জোসেফ, যুবদলের আহবায়ক মোঃ সাদেক, সদস্য সচিব মশিউর রহমান রনি,মনিরুল ইসলাম সজল, এবিআইসিসির পরিচালক প্রবীর কুমার সাহা, পরিতোষ কান্তি সাহা, বাসুদেব চক্রবর্তি, জয় কে রায় চৌধুরী বাপ্পি প্রমূখ।
এছাড়ও আরও উপস্হিত ছিলেন জেলা ও মহানগর মহিলাদলের সভানেত্রী রহিমা শরিফ মায়া, দিশারা মাসুদ ময়না, জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি প্রদিপ কুমার দাস, সাধারণ সম্পাদক লিটন পাল বিভিন্ন থানা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ পুজা উৎযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং বিএনপির বিভিন্ন ইউনিয়ন, থানা ও ওয়ার্ড কমিটির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।