বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় বেগম জিয়ার সুস্থতা কামনায় জেলা ছাত্রদলের দোয়া ও ইফতার মাহফিল  দেশের কল্যাণে সকল ছাত্র সংগঠনকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান  – হাফেজ ইসমাইল বুবলী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে হতদরিদ্র ও শ্রমজীবিদের মাঝে ইফতার বিতরণ স্নানউৎসবের প্রস্তুতি সভায় উত্তেজনায় ডিসি ও পুলিশ সুপার এর বিরক্তি প্রকাশ সিদ্ধিরগঞ্জে বেগম খালেদা জিয়া রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল ফতুল্লায় সাত বছর বয়সী শিশু মুস্তাকিন অপহরণ ও হত্যার রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেফতার শামীম ওসমানের পরিবারের প্রতিষ্ঠান ‘কে টেলিকম’র বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট চাঁদা না দেওয়ায় সন্ত্রাসী নাদিম এর চাপাতির আঘাতে মাহাবুবুর রহমান মোল্লা গুরুতর আহত সনাতনী সম্প্রদায়ের মধ্যে বিভেদ থাকুক এটা কেউ চায়না – জয় কে রায় চৌধুরী বাপ্পী রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে যুবদলকর্মী নিহত

না’গঞ্জে বকেয়া বেতনের দাবীতে ক্রোণী এ্যাপারেলস্ ও অবন্তী’র শ্রমিকদের মানববন্ধন 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬২ 🪪
 বকেয়া বেতনের দাবীতে নারায়ণগঞ্জের ফতুল্লা শিল্পাঞ্চলের ক্রোণী এ্যাপারেলস্ লিমিটেড ও অবন্তী কালার লিমিটেড এর শ্রমিক-কর্মচারীরা প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেন। 
সোমবার ৩০ সেপ্টেম্বর বিকাল ৩ টায় নাারায়ণগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গনে ক্রোণী এ্যাপারেলস্ লিমিটেড ও অবন্তী কালার লিমিটেড’র শ্রমিক মো. ফারুক আহমেদ এর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে শ্রমিকদের স্বার্থে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন শ্রমিক জাগরণ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি বিশিষ্ট শ্রমিক নেতা জাহাঙ্গীর আলম গোলক।
শ্রমিক জাগরণ মঞ্চ কেন্দ্রীয় সভানেত্রী জিয়াসমিন আক্তার’র সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য প্রদান করেন, অবন্তী কালার লিমিটেড এর শ্রমিক নেতা মো. শাহীন আলম, মো. আনোয়ার, ক্রোণী এ্যাপারেলস্ লিমিটেড নেতা মো. সবুজ, নারী নেত্রী পপি, আইরিন, সীমা, শামীমা, আমেনা, রোকসানা প্রমুখ।
বক্তব্যে জাহাঙ্গীর আলম গোলক বলেন, বেআইনি অবৈধ লে অফ বাতিল সহ সকল শ্রমিক কর্মচারীদের পাওনা বেতন ভাতা পরিশোধ না করা হলে শুধু নারায়ণগঞ্জ নয়, সারা দেশে সকল পোশাক শ্রমিকদের নিয়ে বৃহৎ আন্দোলনে নামতে বাধ্য হবে ক্রোণী এ্যাপারেলস্ ও অবন্তী’র শ্রমিক নেতৃবৃন্দ। আগামী ৪৮ ঘন্টার মধ্যে কোম্পানির মালিক আসলাম সানিকে গ্রেফতার করে সুষ্ঠু সমাধান করতে পুলিশ প্রশাসনকে আহবান জানানো হয় মানববন্ধন কর্মসূচি থেকে।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জের ফতুল্লার ক্রোণী এ্যাপারেলস্ লিমিটেড ও অবন্তী কালার লিমিটেড এর প্রায় ৫ হাজার শ্রমিক/কর্মচারীদের বিনা নোটিশে কোন কারণ ছাড়া বিগত ১ বছর পূর্ব হতে ধাপে ধাপে চাকরিচ্যুত করা হয়েছে। চাকরিচ্যুত করা শ্রমিকরা
ক্রোণী এ্যাপারেলস্ লিমিটেড ও অবন্তী কালার লিমিটেড এর মালিকের কাছে কেউ ৯ মাস, কেহ ৭ মাসের আর অধিকাংশ শ্রমিক ৫ মাসের করে বকেয়া বেতন পাবে। শ্রমিকের ঘাম ঝরানো পরিশ্রমের বিনিময়ের বেতনের টাকা আজ দিচ্ছে না কুখ্যাত মালিক আসলাম সানি। মালিক পক্ষ শ্রমিকদের কথা বিবেচনা না করে উল্টো বিভিন্ন দালাল কর্তৃক হুমকি ধমকিসহ বকেয়া বেতন দিতে  তালবাহানা করছে।
তিনি বলেন, বেআইনি অবৈধ লে অফ বাতিল সহ সকল শ্রমিক কর্মচারীদের পাওনা বেতন ভাতা পরিশোধ করতে কেন এবং কোন কারনে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপার এবং বিকেএমইএ’র সভাপতি গড়িমসি করছে তা সাধারণ শ্রমিক কর্মচারীদের বোধগম্য নয়। বার বার শ্রমিকদের বকেয়া বেতন ভাতা পরিশোধের তারিখ পরিবর্তন করা নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের জন্য খুবই লজ্জাজনক। অনতিবিলম্বে ক্রোণী এ্যাপারেলস্ লিমিটেড ও অবন্তী কালার লিমিটেড এর সকল চাকুরিচ্যুত শ্রমিকদের তাদের ন্যায্য বকেয়া বেতন পরিশোধ করতে হবে। দেশের প্রচলিত শ্রম আইনের ধারা অনুসারে সকল শ্রমিকদের দ্রুত তাদের পাওনা বেতন পরিশোধ করা না হলে মালিকের শাস্তির ব্যবস্থা ও গ্রেফতার করতে হবে। শ্রমিকদের বকেয়া বেতনের দাবীতে প্রধান উপদেষ্টা দপ্তর, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল হক, কল কারখানা অধিদপ্তরের পরিচালক  বিকেএমইএ এর সভাপতি মো. হাতেম সাহেবসহ একাধিক সরকারি দপ্তর ও আইন শৃঙ্খলা রক্ষা কারী সংস্থাকে স্বারকলিপি দিয়েও কোন প্রতিকার না পেয়ে আজ শান্তিপূর্ণ কর্মসূচি মানববন্ধন ও  বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। আমাদের ন্যায্য দাবী বকেয়া বেতন পরিশোধ করার আহবান জানাই মালিক কর্তৃপক্ষকে। কিন্তু অনতিবিলম্বে বকেয়া বেতনের পরিশোধ না করা হলে সাধারণ শ্রমিক কর্মচারী বৃন্দ কঠোর আন্দোলন কর্মসুচিতে নামতে বাধ্য হবে হুশিয়ারি করেন তিনি।
এ বিষয়ে ক্রোণী এ্যাপারেলস্ লিমিটেড ও অবন্তী কালার লিমিটেড এর চাকুরিচ্যুত শ্রমিকরা নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. মাহমুদুল হক এবং বিকেএমইএ এর সভাপতি মো. হাতেম সাহেব’র জরুরী হস্তক্ষেপ কামনা করেন মানববন্ধনে বক্তব্য প্রদান করে ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102