শুক্রবার (২৭শে সেপ্টেম্বর) বাদ আসর চাষাড়া শহীদ মিনার চত্বরে ইসলামী যুব মজলিস নারায়ণগঞ্জ সদর ও ফতুল্লা থানার উদ্যোগে এ কর্মসূচী পালন করে দলীয় নেতা-কর্মীরা।
রাষ্ট্র সংস্কার শীর্ষক আলোচনা সভায় ফতুল্লা থানার সভাপতি মোঃ তানভীর হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব ড. মাস্তাফিজুর রহমান ফয়সল।
এসময় বক্তরা বলেন, এই বাংলাদেশে ইসলামের আদর্শের আলোকে রাষ্ট্রের সংস্কার করতে হবে। ৫ আগষ্টের বিজয় এধেশের ছাত্র-জনতার বিজয়। এই বিজয়কে রাষ্ট্রের সংস্কার মধ্য দিয়ে আগামীর সুন্দর সমৃদ্ধির একটি বাংলাদেশ গড়ে উঠবে এটাই আমাদের একমাত্র চাওয়া। রাষ্ট্রের সংস্কারের মাধ্যমেই এই বাংলাদেশ বিশ্বের সাথে তার মিলিয়ে আরো বেশী ঊন্নত একটি দেশে পরিনত হবে।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী যুব মজলিস কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক মুফতি শেখ সাব্বীর আহমাদ,, জেলা খেলাফত মজলিসের সহ সাধারণ সম্পাদক মুফতি আব্দুল গণী, ইসলামী যুব মজলিস মহানগরের সভাপতি প্রভাষক মাইদুল ইসলাম, ইসলামী যুব মজলিসের জেলার সভাপতি ডাঃ মোতাহার হোসাইন,কামরুল হাসান পায়েল, খন্দকার হাফেজ মোঃ আওলাদ, শরীফ মাহমুদ, সদর থানা ইসলামী যুব মজলিসের সভাপতি রিফাত আহমাদ সাজিদ সহ প্রমুখ। অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলওয়াত ও নাতে রাসুল পেশ করেন যুব মজলিসের কামরুল হাসান সহ অনেকে।