বৈষম্য বিরোধী কোটা আন্দোলনে, ছাত্রছাত্রী সহ সকল শহীদদের স্বরনে ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবংনারায়নগন্জ মহানগরের বিএনপি নেতা জাকির খান এর রোগমুুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ১৮ই সেপ্টেম্বর বিকেলে এনায়েতনগর ৩নং ওয়ার্ড এর নবীনগর কবরস্থান সংলগ্ন এলাকায় জাকির খান মুক্তি পরিষদের নেতাকর্মীরা এ কর্মসূচী পালন করে।
এ সময় ৩ নং- ওয়ার্ড বিএনপির সহ সভাপতি মোঃ রমিজ উদ্দিন রঞ্জুর সভাপতিত্বে ও নজরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাকির খান মুক্তি পরিষদের আহ্বায়ক সলিমুল্লা করিম সেলিম,প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন রুগ্ন আহবায়ক মোঃ ফরিদ আহমেদ, বিশেষ বক্তা হিসাবে বক্তব্য রাখেন ৩নং-ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মজিবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ লিংকন খান, নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবীদলের সভাপতি এইচ এম হোসেন, মোঃ কাঞ্চন আহমেদ, মোঃ খায়রুল, মোঃ রিপন, মোঃ জসিম, মোঃ সেলিম, মোঃ শহিদ সহ প্রমূখ।
এর আগে নবীনগর এলাকার যুবদল কর্মি শাওনের রুহের মাগফেরাত কামনা করে তার কবর জিয়ারত করেন দলীয় নেতা-কর্মীরা। আলোচনা সভা শেষে সকল শহীদদের রুহের মাগফেরাত ও বেগম খালেদা জিয়া এবং জাকির খান এর রোগ মুক্তি কামনা করে দোয়া পরিচালনা করেন নবীনগর জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃ কাউছার হোসাইন।